দোকান পুড়ে ছাই
বঙ্গবাজারের আগুন ৭৫ ঘণ্টা পর নিভল
ঈদের পূর্বে হাজার হাজার দোকান পুড়ে যাওয়ার ৭৫ ঘণ্টারও বেশি সময় পর শুক্রবার সকালে বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন নেভানো হয়।
মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়। সংলগ্ন ছয়টি মার্কেটেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অন্য ছয়টি মার্কেট হলো- গুলিস্তান মার্কেট, অ্যানেক্সকো টাওয়ার, মহানগর শপিং কমপ্লেক্স, আদর্শ মার্কেট, বঙ্গ ইসলামী মার্কেট ও বরিশাল প্লাজা।
আরও পড়ুন: বারবার সতর্কতা সত্ত্বেও বঙ্গবাজারের দোকান মালিকরা কোনো ব্যবস্থা নেয়নি: সংসদে এনামুর
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জানান, আগুনে পাঁচ হাজারের বেশি দোকান পুড়ে গেছে। এতে অন্তত এক হাজার ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
এদিকে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে হামলা চালালে পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে দুটি মামলা করা হয়।
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় তিন আসামির প্রত্যেকের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আরও পড়ুন: ব্যবসায় টিকে থাকতে সুদমুক্ত ঋণ চান বঙ্গবাজারের ব্যবসায়ীরা
১ বছর আগে