বিএনপি কার্যালয়
নাটোরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ
নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে প্রতিবাদ সভা করছে বিএনপি।
সকাল সাড়ে ৮টায় নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা শুরু করে বিএনপি। সমাবেশ শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয়।
পরে পুলিশ এসে আরও দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
এদিকে বিএনপির কর্মসূচির শুরুর পর ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল সহকারে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) অফিসের সামনে থামিয়ে দেয় পুলিশ।
দুইটি ককটেল উদ্ধারের কথা নিশ্চিত করেছেন নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলির মধ্যদিয়ে ভোটগ্রহণ সম্পন্ন
১ বছর আগে
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে রাতের বেলা একদল দূর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
শুক্রবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর জানান, ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (শনিবার) বিকালে দলীয় কার্যালয়ে দুই ঘন্টার অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। এজন্য পুলিশের অনুমতি নেওয়ার জন্য আমরা থানাতে ছিলাম।
তিনি আরও জানান যে ইফতারের পোলাও রান্নার জন্য অফিসে তিনজন আদা, রসুন ও পেঁয়াজ কাটছিল। এমন সময় মুখ বাধা কয়েকজন অফিসে ঢুকে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় ও চেয়ার ভাঙচুর করে। আগুনে অফিসের চেয়ার ও ব্যানার পুড়ে গেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৫০ জনের বিরুদ্ধে মামলা
নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের গুদাম পরিদর্শক তানভীর হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। আমরা যাওয়ার আগেই আগুন নেভানো হয়।’
বগুড়া-৪ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেছেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, 'ঘটনা শুনেছি। এখনও কোনো অভিযোগ পাইনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন: ২০১৩-১৫ সালের বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ ও সহিংসতার কথা ভুলে যাবেন না: প্রধানমন্ত্রী
১ বছর আগে