ভাঙচুর-অগ্নিসংযোগ
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
পলাতক সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ এপ্রিল) বিকালে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
সন্ধ্যায় পুলিশ এবং যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন। স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকালে একদল দুর্বৃত্ত মিছিল করতে করতে মুজিবুল হকের বাড়িতে প্রবেশ করে। এসময় বিলাসবহুল বাড়িটির কাঁচের জানালা, চেয়ার, টেবিল ভাঙচুর ও লেপ তোশকে অগ্নিসংযোগ করে। এছাড়া বাইরে পড়ে থাকা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
আরও পড়ুন: বরগুনায় মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, আহত ২০
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন জানান, সাবেক এমপির বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান করছি। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
নাম প্রকাশে অনিচ্ছুক মুজিবুল হকের পাশের বাড়ির এক যুবক জানান, শনিবার আছরের নামাজের পর একদল যুবক ‘সন্ত্রাসীদের আস্তানা চৌদ্দগ্রামে থাকবেনা’ শ্লোগান দিতে দিতে মুজিবুল হকের বাড়িতে প্রবেশ করেন। এরপরই তারা ভবনের নিচতলার চেয়ার টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পুনরায় তারা মিছিল করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়।
২৫ দিন আগে
লালমনিরহাটে ২ এমপি ও শতাধিক আ. লীগ নেতার বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ, ৬ জনের লাশ উদ্ধার
লালমনিরহাটে দুই সংসদ সদস্য ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ আগস্ট) রাতে এসব তাণ্ডব চালানো হয়।
লালমনিরহাট ফায়ার সার্ভিস জানিয়েছে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের বাসা থেকে ছয়টি দগ্ধ লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। ভোর সাড়ে ৪টার দিকে ওই বাড়ির চতুর্থ তলা থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়।
ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশগুলো উদ্ধারের পর লালমনিরহাট সদর থানায় নিয়ে যাওয়ার হয়েছে।
শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে শুরু হয় অস্থিরতা।
সোমবার বিকালে শেখ হাসিনার পদত্যাগ উপলক্ষে বিজয় মিছিল বের করা হয়। জেলার প্রধান প্রধান সড়ক ও মোড় দিয়ে উল্লাসে মেতে ওঠে জনতা।
তবে দ্রুতই উৎসব হিংসাত্মক রূপ নেয়। লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেনসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বাড়িঘর ও সম্পদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান এবং সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে গভীর রাত পর্যন্ত ভাঙচুর চলে।
আরও পড়ুন: বিমানবন্দরে আটক সাবেক প্রতিমন্ত্রী পলক
বেশি পরিমাণে দগ্ধ হওয়ায় হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাম্প্রতিক বৈষম্যবিরোধী বিক্ষোভে জড়িত নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার আশঙ্কা প্রকাশ করেছে যে লাশাগুলো তাদের প্রিয়জনদের হতে পারে। নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা রাজিবুল করিম সরকার জানান, পোড়া দেহাবশেষের মধ্যে যে পোশাক ও জুতা পাওয়া গেছে তা তার ছেলের জিনিসপত্রের সঙ্গে মিল রয়েছে।
তিনি ধারণা করছেন, হতাহতরা ভবনটিতে আটকা পড়ে থাকতে পারেন।
কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্ত করতে এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে ডিএনএ পরীক্ষা করার পরিকল্পনা করেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: অতিরিক্ত ডিআইজি
২৬৮ দিন আগে
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে রাতের বেলা একদল দূর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
শুক্রবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর জানান, ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (শনিবার) বিকালে দলীয় কার্যালয়ে দুই ঘন্টার অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। এজন্য পুলিশের অনুমতি নেওয়ার জন্য আমরা থানাতে ছিলাম।
তিনি আরও জানান যে ইফতারের পোলাও রান্নার জন্য অফিসে তিনজন আদা, রসুন ও পেঁয়াজ কাটছিল। এমন সময় মুখ বাধা কয়েকজন অফিসে ঢুকে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় ও চেয়ার ভাঙচুর করে। আগুনে অফিসের চেয়ার ও ব্যানার পুড়ে গেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৫০ জনের বিরুদ্ধে মামলা
নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের গুদাম পরিদর্শক তানভীর হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। আমরা যাওয়ার আগেই আগুন নেভানো হয়।’
বগুড়া-৪ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেছেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, 'ঘটনা শুনেছি। এখনও কোনো অভিযোগ পাইনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন: ২০১৩-১৫ সালের বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ ও সহিংসতার কথা ভুলে যাবেন না: প্রধানমন্ত্রী
৭৫৪ দিন আগে