ইশতিয়াক আহমেদ বাবু
নেত্রকোণায় বিএনপির ১৩ নেতাকর্মী আটক
নেত্রকোণার পূর্বধলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) রাতে উপজেলার পূর্বধলা বাজারে বিএনপি’র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবুর কার্যালয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় বিষাক্ত জুস খেয়ে ছেলের মৃত্যু, মা আটক
আটককৃতরা হলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার (৫২), পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সাইদুর রহমান তালুকদার (৬৬), নেত্রকোণা জেলা বিএনপির সদস্য আব্দুর রহিম (৭০), উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ (৬০), উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আ. গফুর (৬৫), উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক হলুদ (৫২), যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত (৫৩), শাকিল হায়াত খান বাদশা (৪৪), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর পাপ্পু (২৫), উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. জহিরুল ইসলাম (৩৪), মো. রফিকুল ইসলাম (৩৫), সেলিম (২৮) ও এনায়েত হোসেন (২৩)।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কেন্দ্রীয় বিএনপির পূর্ব ঘোষিত ৮ এপ্রিল অবস্থান কর্মসূচি উপলক্ষ্যে ৭ এপ্রিল পূর্বধলা বাজারস্থ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবুর ব্যক্তিগত অফিসে ওই নেতাকর্মীরা দেশবিরোধী ষড়ষন্ত্র বিশেষ করে সরকার পতনের উদ্দেশ্যে আত্মঘাতী কাজের মাধ্যমে বিভিন্ন সরকারি স্থাপনা ধ্বংস ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করছিল।
আরও পড়ুন: শার্শায় ৮৫ লাখ টাকার স্বর্ণের বার জব্দ, আটক ১
তিনি জানান, এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য ছয়টি ককটেল, বেশ কিছু লোহার পাইপ ও লাঠি সোটাসহ তাদেরকে আটক করা হয়।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পূর্বধলা থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ধারায় মামলা দায়েরের পর শনিবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার বলেন, পূর্বঘোষিত ১০দফা দাবি বাস্তবায়নে পূর্বধলায় প্রস্তুতির পূর্ব মূহুর্তে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ছোট ভাইকে হত্যা করে ড্রামে করে ফেলে দেওয়ার অভিযোগে বড় ভাইসহ আটক ৩
১ বছর আগে