আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)
ঢাকা বিমানবন্দরে এক কেজি স্বর্ণ জব্দ, আটক ১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক কেজি ওজনের ছয়টি স্বর্ণের বার ও অলঙ্কার জব্দের দাবি করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় একজনকে আটক করা হয়।
শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে তাকে আটক করা হয়।
আটক অলি আহাদ (৪৬) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মৃত বজলু মিয়ার ছেলে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএপি) মোহাম্মদ জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের একটি দল বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে আহাদকে আটক করে।
ছয়টি স্বর্ণের বারের ওজন ৬৯৬ গ্রাম এবং অলঙ্কারের ওজন ৩৪০ গ্রাম।
তবে এপিবিএন জানিয়েছে যে আহাদ স্বর্ণ কাদের কাছ থেকে নিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে শারজাহ ফ্লাইট থেকে ১.৩ কোটি টাকার স্বর্ণ জব্দ
নওগাঁয় ৫০ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
১ বছর আগে
ঢাকা বিমানবন্দরে এক কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার: এপিবিএন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার এক কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার উদ্ধারের দাবি করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, আজ (সোমবার) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকার কাছে একটি ডাস্টবিনের ভেতর কালো স্কচ টেপে মোড়ানো দুটি সন্দেহজনক বস্তু পাওয়া যায়।
তিনি আরও বলেন, ‘পরে সেখান থেকে এক কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।’
উদ্ধার স্বর্ণের বারগুলো কাস্টমসের গুদামঘরে রাখা হয়েছে বলে জানান এএসপি।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ২৩টি স্বর্ণের বার জব্দ, যাত্রী আটক
শাহ আমানত বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বার জব্দ, বিমানযাত্রী আটক
১ বছর আগে