২০০টি ই-বুক
ডিজিটাল লাইব্রেরি অ্যাপ চালু করল ইউএনডিপি
বাংলাদেশে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) মঙ্গলবার ‘ইউএনডিপিবিডি ই-লাইব্রেরি’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। যাতে যেকোনো হাতে বহনযোগ্য ডিভাইসে এক জায়গায় সব ডিজিটাল রিসোর্সে তাৎক্ষণিক অ্যাক্সেস করা যায়।
ইউএনডিপি অনুসারে বর্তমানে এটিতে প্রায় ২০০টি ই-বুক রয়েছে।
আরও পড়ুন: ঠিকাদারদের কাছ থেকে কাজ আদায় করে নিন: ডিএসসিসি মেয়র
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ‘আমাদের জীবনের এমন কোনো দিক নেই যা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিবর্তিত হয়নি।বাংলাদেশে আমরা প্রযুক্তি ব্যবহার করছি শুধুমাত্র আমাদের অনেক প্রোগ্রাম ডেলিভার করার জন্যই নয় বরং আমাদের অংশীদারদের এবং যে সম্প্রদায়গুলোতে আমরা কাজ করি তাদের কাছে আমাদের অ্যাক্সেসযোগ্য করে তুলতে। এই ই-লাইব্রেরি এমন একটি উদ্যোগ যা ছাত্র, শিক্ষক এবং গবেষকসহ সকলের জন্য বিস্তৃত সম্পদ সরবরাহ করে।’
বর্তমানে, ইউএনডিপি ই-লাইব্রেরি অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায় এবং শিগগিরই এটি অ্যাপল স্টোরে পাওয়া যাবে। ডিজিটাল লাইব্রেরি ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের একবার সাইন আপ করতে হবে।
আরও পড়ুন: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে পর্যাপ্ত অনুদান দেবেন প্রধানমন্ত্রী: ডিএসসিসি মেয়র
আগামী বর্ষায় ১৫ মিনিটে বৃষ্টির পানি নিষ্কাশিত হবে: ডিএসসিসি মেয়র
১ বছর আগে