সর্বোচ্চ অগ্রাধিকার
‘ন্যায়বিচার, জবাবদিহিতা প্রতিষ্ঠা সর্বোচ্চ অগ্রাধিকার; কেউ ছাড় পাবে না’
আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের সব অপকর্মের ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অর্থনৈতিক শ্বেতপত্রে তাদের (আ. লীগ) উন্নয়নের গল্পের পোস্টমর্টেম করা হয়েছে। সেখানে যে চিত্র বেরিয়ে এসেছে তা ভয়াবহ। চোখের সামনে একটা বিশাল লুটপাট হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, ‘গত ১৫ বছরে যা হয়েছে তার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। হাজার হাজার লোককে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, সেগুলোর বিচার হবেই। পুরো দেশকে যারা লণ্ডভণ্ড অবস্থায় রেখে গেছে, তার বিচার অবশ্যই হবে। কেউ ছাড় পাবে না।’
আরও পড়ুন: ভারতীয় মিডিয়ার ভুল প্রচারণার বিরুদ্ধে সত্য দিয়ে লড়াই করুন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
শফিকুল আলম বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে কীভাবে ফোকলা করে দেয়া হয়েছে, তা সবাই জানতে পারবেন। আশা করি, ৪০০ পৃষ্ঠার প্রতিবেদনটি ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেবে। শিল্প খাতে যে মহাচুরি হয়েছে, তার বিচার অবশ্যই হবে।
তিনি বলেন, ‘ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে। কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন।’
কমিশন পুরোপুরি স্বচ্ছতা বজায় রেখে প্রতিবেদনটি করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আশা করি, এটি সব দিক তুলে ধরে একটি বিস্তৃত প্রতিবেদন হবে।’
জনগণের অর্থ লুটপাটের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, আইন তার নিজস্ব পথে চলবে বলে জানান প্রেস সচিব।
এ সময় উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গণমাধ্যমের ওপর হামলা সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
৩ সপ্তাহ আগে
শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কা বিনিয়োগ, কৃষি, মৎস্য, ওষুধ, সামুদ্রিক যোগাযোগ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা ব্যাপকভাবে বাড়াতে পারে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বুধবার শ্রীলঙ্কার বিদায়ী হাইকমিশনার প্রফেসর সুদর্শন ডিএস সেনভিরাইন তার সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করার সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে বিশেষ করে শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ককে উচ্চ অগ্রাধিকার দেয়, যা ঐতিহাসিক বন্ধন এবং বহু অভিন্নতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
আরও পড়ুন: প্রথম আলো আওয়ামী লীগ, গণতন্ত্র ও জনগণের শত্রু: সংসদে প্রধানমন্ত্রী
তিনি বলেন, শ্রীলঙ্কাসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর জোর দেয় বাংলাদেশ।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের উন্নয়ন কর্মসূচির ৯০ শতাংশই দেশিয় সম্পদ থেকে অর্থায়ন করা হয়।
তিনি উল্লেখ করেন যে, কোভিড-১৯ মহামারির কারণে দেশের উন্নয়নের গতি ব্যাহত হয়েছে।
প্রধানমন্ত্রীর বরাত দিয়ে মুখপাত্র বলেন, বাংলাদেশ এই ধাক্কা কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করছে।
বাংলাদেশে তার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করায় তিনি হাইকমিশনারকে অভিনন্দন জানান।
শ্রীলঙ্কার বিদায়ী রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, পদ্মা সেতু, মাতারবাড়ি এবং পায়রায় কয়লাচালিত পাওয়ার প্লান্টের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন বাংলাদেশকে আঞ্চলিক সংযোগের কেন্দ্রে পরিণত করতে সাহায্য করবে।
করিম বলেন, উভয়ই সমুদ্র অর্থনীতির ওপর জোর দেয়।
শ্রীলঙ্কার হাইকমিশনার বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, পর্যটন, গভীর সমুদ্রবন্দর এবং ওষুধ খাতে সহযোগিতা করতে আগ্রহী।
তিনি পররাষ্ট্রনীতিতে ভারসাম্য রক্ষায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন।
বৈঠকে রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী ২৫-২৮ এপ্রিল জাপান সফরে যাচ্ছেন
১ বছর আগে