আওয়ামী লীগ সভাপতি
বদলগাছী উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার ভান্ডারপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নওগাঁ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ২০২৪ সালের ৪ নভেম্বর উপজেলার গোবরচাঁপা হাট নামক স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনাটির পরে অবিস্ফোরিত ছয়টি ককটেল উদ্ধার করেছিল থানা পুলিশ।
আরও পড়ুন: নবাবগঞ্জের জানালা ভেঙে পালানো আসামি গ্রেপ্তার
ঘটনার পরের দিন বেলাল হোসেন সৌখিন নামে বিএনপির এক নেতা বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।
মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের এজাহারভুক্ত ৪০ জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া নওগাঁ জেলা বিএনপির অফিস ভাঙচুর, অগ্নি সংযোগসহ বিস্ফোরক দ্রব্য আইনে এবং মুক্তির মোড়ে তৎকালীন বৈষম্যবিরোধী আন্দোলনের এক ছাত্র প্রতিনিধির উপরে হামলা, মারপিট ও বিস্ফোরক দ্রব্য আইনের দায়ের করা মোট তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, গ্রেপ্তার আবু খালেদ বুলু বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। এছাড়া নওগাঁ সদর থানা এলাকার দুটি বিস্ফোরক দ্রব্য আইনের দায়ের করে মামলার পলাতক আসামি ছিল আবু খালেদ বুলু।
আরও পড়ুন: বগুড়ায় ২ কিশোর অপহরণ, মুক্তিপণ নিয়ে পালানোর সময় গ্রেপ্তার ৬
সোমবার দিবাগত রাতে দীর্ঘদিন পলাতক থাকার পর নিজ বাড়িতে আসলে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে তাকে আদালতে তোলা হয়। আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।
২৭৫ দিন আগে
শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ (বুধবার)।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে কিছু বিপথগামী সেনা কর্মকর্তা কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনে আওয়ামী লীগের প্রস্তুতি
এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান।
প্রায় ছয় বছর নির্বাসন কাটিয়ে শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে ভারত থেকে দেশে ফেরেন।
১৯৮১ সালের ১৪-১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
আরও পড়ুন: শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
টোকিওতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন
৯৫৩ দিন আগে
অর্থপাচারের মামলায় ফরিদপুর শহর আ’লীগ সভাপতি ও শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুরের বহুল আলোচিত দুই হাজার কোটি টাকা অর্থপাচারের মামলায় রুবেল-বরকতের পর এবার গ্রেপ্তার হলেন শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী ও শ্রমিক লীগের অর্থ সম্পাদক বিল্লাল হোসেন।
১৯৭৩ দিন আগে
সাবেক সাংসদ দেলোয়ার হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ দেলোয়ার হোসেনের মৃত্যুতে শুক্রবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৮০ দিন আগে
বঙ্গবন্ধুর সমাধিতে আ’লীগের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।
২১৬২ দিন আগে