পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী
দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করে: পার্বত্যমন্ত্রী
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করে।
তিনি বলেন, ‘খারাপ মানুষ কোনো দল বা ধর্মের নয়। সমাজে যারা অপরাধী ও সন্ত্রাসী তাদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। সরকার কোনোভাবেই এ ধরনের খারাপ লোকদের বরদাস্ত করবে না।’
বৃহস্পতিবার পিআইডির এক প্রেস নোটে জানানো হয়েছে, বান্দরবান সদরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এক পূজা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে থাকবে এটাই বঙ্গবন্ধুর নীতি, লক্ষ্য ও আদর্শ।
মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী অনুষ্ঠান সাংগ্রাই উদযাপনের জন্য উশৈসিং সেখানে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। মিছিলটি বান্দরবান রাজার মাঠ থেকে শুরু হয়ে বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়।
সাংগ্রাই হলো বাংলাদেশি মারমা এবং রাখাইন জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের নাম, যা প্রতি বছর ১৩ থেকে ১৫ এপ্রিল পালিত হয়।
পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী নতুন বছরকে (বাংলা বছর) স্বাগত জানিয়ে বিগত বছরকে বিদায় জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতারা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ বছর আগে