নিউ সুপার মার্কেট
নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
রাজধানীর নিউমার্কেটের পাশের নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সোমবার সকালে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: ঈদের আগে মার্কেটে অগ্নিকাণ্ড রহস্যজনক: বিএনপি
কমিটির অন্য সদস্যরা হলেন- উপ-পরিচালক (পরিকল্পনা), পলাশী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাবুল চক্রবর্তী, গুদাম পরিদর্শক গোলাম মোস্তফা ও উপ-সহকারী পরিচালক ফয়সালুর রহমান।
এর আগে, শনিবার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর রবিবার সকালে তা নিভিয়ে ফেলা হয়।
এছাড়া ঈদের কেনাকাটার এই ব্যস্ত মৌসুমে বেশ কিছু দোকানপাট পুড়ে গেছে।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর মোট ২৮টি ফায়ার ফাইটিং ইউনিট এবং দল আগুন নেভাতে অংশ নেয়।
এদিকে অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করার সময় প্রচণ্ড ধোঁয়ায় দমকলকর্মীসহ প্রায় ৩২ জন অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন: মার্কেটে অগ্নিকাণ্ডের পেছনে সরকার হাত রয়েছে: ফখরুল
প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে: আইজিপি
১ বছর আগে
মার্কেটে অগ্নিকাণ্ডের পেছনে সরকারের হাত রয়েছে: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার নিজেই মানুষকে বিভ্রান্ত করতে বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে।
তিনি বলেন, ‘আপনারা (সরকার) ব্যর্থ (জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে), কারণ আপনারা কোনো কিছুরই নজরদারি করছেন না। প্রতিদিন বিভিন্ন জায়গায় আগুন লাগছে। এই আগুনের পেছনে আপনাদেরই হাত রয়েছে।’
সারের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন ফখরুল।
এসময় ফখরুল বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও সারের দাম কমানোর এবং বিশ্বাসযোগ্য নির্বাচন ও ভোটাধিকার পুনরুদ্ধারের দাবি থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ‘তাই আপনারা (সরকার) বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছেন।’
আরও পড়ুন: বাংলাদেশের গণমাধ্যমে ফ্যাসিবাদ প্রচণ্ড আঘাত করেছে: ফখরুল
নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের বিষয়ে ফখরুল বলেন, সরকার বিরোধী দলের ঘাড়ে দোষ চাপাতে বিএনপিকে আগুনে জড়ানোর চেষ্টা করছে।
ফখরুল বলেন, নিউ সুপার মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা খোদ গণমাধ্যমকে জানিয়েছেন যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ইউনিফর্ম পরা কয়েকজন লোক সকাল সাড়ে ৫টার দিকে মার্কেটের সামনের ফুটওভার ব্রিজ ভেঙে ফেলছে। ‘ব্যবসায়ীরা বলেছেন যে তারা নিজেরাই দেখেছেন যে সেতুটি ভাঙার কাজে সিটি করপোরেশনের কর্মচারীদের ব্যবহার করা বিদ্যুতের লাইন থেকে আগুন লেগেছে।’
তিনি বলেন, মার্কেটে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে সিটি করপোরেশনের কর্মীরা পালিয়ে যায়। ‘আমি একা এটা বলছি না, এটা মার্কেটের ব্যবসায়ীদের কথা। সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এখন আওয়ামী লীগের। তাই এ ঘটনার জন্য আওয়ামী লীগ ও এই সরকার সম্পূর্ণভাবে দায়ী।’
বিশেষজ্ঞদের বরাত দিয়ে ফখরুল বলেন, পরিবেশগত ঝুঁকি ও ভুল নীতির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে। ‘এই সরকার সর্বত্র বিল্ডিং নির্মাণের অনুমতি দিচ্ছে এবং যে কোনো বিল্ডিংকে যে কোনো জায়গায় মার্কেটে পরিণত করছে।’
তিনি বলেন, ক্ষমতাসীন দলের ক্যাডাররা চাঁদাবাজি করে মার্কেটগুলোতে অবৈধ দোকানপাট বসিয়েছে, মার্কেটগুলো মানুষের চলাচলের অনুপযোগী করে তুলেছে।
নিউ মার্কেটের দ্বিতীয় তলায় যেখানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই সেখানে শতাধিক দোকান বসানোর অনুমতি কে দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতাদের ঘুষ দিয়ে সেখানে দোকান বসানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রাজধানীর নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে এক বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এক হাজারের বেশি দোকান পুড়ে যায়।
আরও পড়ুন: সরকার দুর্যোগ সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনের দাবি আড়াল করতে চাচ্ছে: তাবিথ আউয়াল
বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সংবিধান সংশোধন করতে হবে: মঈন
১ বছর আগে
নিউ সুপার মার্কেটে আগুন নাশকতা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানিয়েছেন, রাজধানীর নিউমার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাতে কোনো নাশকতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
রবিবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনী বাজারে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগুন নাশকতা ছিল কি না তা আমরা এখনও নিশ্চিত নই, আমরা তদন্ত করছি।
মন্ত্রী বলেন, ‘আমাদের সবার মনে একটা প্রশ্ন জাগে, কেন এত ঘনঘন এবং গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে? এটাই সবার মনে প্রশ্ন। কিন্তু সঠিক তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না।’
এর আগে শনিবার সকালে রাজধানীর নিউমার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: নিউ সুপার মার্কেটে আগুন: ডিএসসিসির ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন
বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর মোট ২৮টি ফায়ার ফাইটিং ইউনিট এবং দল আগুন নেভাতে অংশ নিয়েছিল।
এদিকে, দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করার সময় প্রচণ্ড ধোঁয়ায় দমকলকর্মীসহ ৩২ জন অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন: ঢাকার ৫৮টি মার্কেট আগুনের ঝুঁকিতে, ৯টি 'অত্যন্ত ঝুঁকিপূর্ণ': ফায়ার সার্ভিস
১ বছর আগে
নিউ সুপার মার্কেটে আগুন: ডিএসসিসির ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন
রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে লাগা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রবিবার (১৬ এপ্রিল) করপোরেশনের সচিব আকরামুজ্জামান সই করা এক দপ্তর আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: ঢাকার ৫৮টি মার্কেট আগুনের ঝুঁকিতে, ৯টি 'অত্যন্ত ঝুঁকিপূর্ণ': ফায়ার সার্ভিস
এছাড়া গঠিত কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনকে আহ্বায়ক এবং প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: টেলিটক পরিষেবার উন্নতির জন্য পদক্ষেপ নিন: মন্ত্রণালয়ের উদ্দেশে সংসদের স্থায়ী কমিটি
১ বছর আগে
ঢাকার নিউ সুপার মার্কেটের আগুন ২৭ ঘণ্টা পর নিভল
ঢাকা নিউমার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ২৭ ঘণ্টা পর অবশেষে তা নিভেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্সের কর্মরত অফিসার (কন্ট্রোল রুম) লিমা খানম জানান, অবশেষে আজ (রবিবার) সকাল ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিভল।
এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে।
আরও পড়ুন: ঘন ঘন আগুন নাশকতা কি না, খতিয়ে দেখার অনুরোধ ফায়ার সার্ভিসের ডিজির
ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী।
শনিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে আগুন নেভানোর চেষ্টা করার সময় প্রচণ্ড ধোঁয়ায় অগ্নিনির্বাপক কর্মীসহ ৩২ জন অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন: রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
১ বছর আগে
নিউ সুপার মার্কেটের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খুব দুর্বল ছিল: ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেছেন, রাজধানীর নিউমার্কেটের পাশের নিউ সুপার মার্কেটের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই দুর্বল।
শনিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এছাড়া ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী নেতাদের ব্যানারে ঢেকে ছিল পুরো মার্কেট। আর এসব ব্যানার, ফেস্টুনের কারণে আগুন দ্রুত মার্কেটে ছড়িয়ে পড়ে।
রেজাউল করিম বলেন, তাছাড়া মার্কেটের ফলস ছাদ ও প্লাস্টিকসামগ্রী আগুনকে আরও জ্বলন্ত করে তোলে। এখন সময় এসেছে এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক হওয়ার এবং এগুলো এড়িয়ে চলার।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তৃতীয় ও চতুর্থ তলার বেশির ভাগ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২৫০-৩০০ দোকান এই ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে দোকানের সঠিক সংখ্যা নির্ধারণ করতে পারবে সিটি করপোরেশন।
এর আগে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ভোর ৫টা ৪৩ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী।
সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে আগুন নেভানোর চেষ্টা করার সময় প্রচণ্ড ধোঁয়ায় অগ্নিনির্বাপক কর্মীসহ ৩২ জন অসুস্থ হয়ে পড়েন।
১ বছর আগে
নিউ সুপার মার্কেটে আগুন: জীবনের ঝুঁকি নিয়ে মালামাল সরাচ্ছেন ব্যবসায়ীরা
রাজধানীর নিউমার্কেটের পাশের নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের পর শনিবার সকাল থেকে দোকানের মালিক-কর্মচারীরা দোকান থেকে মালামাল বের করার চেষ্টা করছেন।
কিন্তু এখনো আগুন নেভাতে না পারায় মালিক-কর্মচারীদের জীবনের ঝুঁকি নিয়ে মালামাল সড়াতে হচ্ছে।
তাদের মধ্যে কেউ কেউ কোনো ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা ছাড়াই মার্কেটে ঢোকার জন্য মরিয়া হয়ে ওঠে।
আরও পড়ুন: নবাবপুরের গুদামের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে
দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করে ইউএনবি প্রতিনিধি দেখতে পান, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা দোকানের মালিক ও কর্মচারীদের পণ্যগুলো বের করতে সহায়তা করছে।
ইউএনবিকে এক দোকানের মালিক জানান, মার্কেটের দক্ষিণ বিল্ডিং-এ এক হাজারের বেশি দোকান আছে। বেশিরভাগই কাপড়ের দোকান এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় প্রায় ৫০০টি দোকান রয়েছে।
এছাড়া, মার্কেটের নিচতলার কয়েকটি দোকান থেকে কয়েকজন ব্যবসায়ী তাদের মালামাল বের করতে সক্ষম হন।
এমনই এক ব্যবসায়ী হলেন আসিফ, যার দোকান ছিল ২৪৬ নম্বর মার্কেটের নিচতলায় দুই লেনে।
আসিফ বলেন, সকাল সাড়ে ৬টা বাজে যখন আমি জানতে পারি যে বাজারে আগুন লেগেছে। আমার পক্ষে একা এত মালামাল স্থানান্তর করা অসম্ভব। এছাড়া যারা আমাকে আমার জিনিসপত্র বের করতে সাহায্য করেছিল, আমি তাদেরও চিনি না। তাদের ছাড়া আমার জিনিসপত্র বাঁচানো সম্ভব ছিল না।
তিনি আরও বলেন, আমার দোকান ছিল নিচতলায়। সেখানে আগুন নেই, তবে গরমের কারণে বেশিক্ষণ সেখানে থাকা সম্ভব হয়নি। তাছাড়া নিচতলায় গরম পানি জমে থাকায় সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন: ঘন ঘন আগুন নাশকতা কি না, খতিয়ে দেখার অনুরোধ ফায়ার সার্ভিসের ডিজির
রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
১ বছর আগে
ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড: ঘন ধোঁয়ায় অসুস্থ ১৯
ঢাকার নিউ সুপার মার্কেটে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে চেষ্টা করার সময় প্রচণ্ড ধোঁয়ায় অন্তত ১৯ জন অসুস্থ হয়ে পড়েন।
এর মধ্যে ১৩ জন ফায়ারফাইটার, একজন ফায়ার সার্ভিসের অফিসার, দুইজন স্বেচ্ছাসেবক, দুইজন আনসার সদস্য এবং একজন বিমানবাহিনীর সার্জেন্ট।
আরও পড়ুন: বঙ্গবাজারের অগ্নিকাণ্ড নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য ‘দায়িত্বহীন’: হাছান মাহমুদ
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৯টা ১০ মিনিটের দিকে।
ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী আগুন নেভাতে কাজ করছে।
এছাড়া ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২টি ইউনিট কাজ করছে।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে। ভোর ৫টা ৪৩ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
আরও পড়ুন: সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পেছনে ‘বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ, সন্ত্রাস’ আছে কি না তা খতিয়ে দেখুন: প্রধানমন্ত্রী
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ৩,৮৪৫ জন: ডিএসসিসি
১ বছর আগে