পরিক্ষার্থী
সিরাজগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেল থেকে পড়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) উপজেলার মান্নান নগর-তাড়াশ আঞ্চলিক সড়কের দোবিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকসানা আক্তার হাসি (১৬)উপজেলার পংরৌহালী গ্রামের আব্দুল খালেকের মেয়ে এবং মহেশরৌহালী জলিল নগর উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার এসএসসি পরিক্ষা শেষ হওয়ার পর রোকসানা আক্তার তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিল। তারা মান্নান নগর-তাড়াশ আঞ্চলিক সড়কের দোবিলা নামক স্থানে পৌঁছালে রোকসানা পিছন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে খাদ্যনালিতে পানি আটকে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু!
সিরাজগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত
সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৩ ভাইবোন নিহত
১ বছর আগে
নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে এক কিশোরকে কুঁপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান সজিব (১৬) চাঁপাইনবাবগঞ্জের কালুপুরের শফিকুল ইসলামের ছেলে এবং ভুলতা স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী। তারা রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের বলাইখাঁ গ্রামের হারুন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার ১০/১২ সদস্যের একদল কিশোর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ক্লাসরুম থেকে ডেকে নিয়ে বিদ্যালয় গেটেই সজীবকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে।
তিনি বলেন, লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৬৫ বছরের বৃদ্ধ নিহত
নারায়ণগঞ্জে দুই ভাইকে কুপিয়ে হত্যা: যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে ৩ ভাই নিহত
১ বছর আগে