ছাদ থেকে পড়ে
রাজধানীর বনশ্রীতে ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
রাজধানীর বনশ্রী এলাকায় সাততলা ভবনের ছাদ থেকে পড়ে শনিবার বিকালে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত নিরঞ্জন চৌধুরী (৬৮) গাজীপুরের বাসিন্দা।
নিহতের ছোট ভাই সুব্রত চৌধুরী জানান, তার ভাই আড়াই বছর ধরে গলার ক্যান্সারে ভুগছিলেন।
তিনি ভারতের টাটা মেডিকেলে চিকিৎসা নেন এবং সুস্থ হন। সম্প্রতি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। তিনি বনশ্রীতে তার মেয়ের ভাড়া বাসায় থাকতেন।
আরও পড়ুন: রাজধানীতে ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মৃত্যু
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আজ (শনিবার) বিকালে রামপুরার বনশ্রীতে সাততলা ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।
ওসি বলেন, তবে তিনি আত্মহত্যা করেছেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
সিলেটে ভবনের ছাদ থেকে পাইপ পড়ে সেনা সদস্য নিহত, আটক ৯
১ বছর আগে
রাজধানীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
দশতলা ভবনের ছাদ থেকে পড়ে ২৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাজধানীর কদমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আহমেদ হৃদয়(২৬) রাজধানীর কদমতলীর পলাশপুর পূর্ব ধনিয়া এলাকার আহমেদ উল্লাহ জনির ছেলে।
আহমেদ উল্লাহ জনি জানান, ইফতার করে সন্ধ্যায় ছাদের রেলিংয়ে বসে মোবাইল ফোনে কথা বলার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যান ইয়াসিন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে এসির কাজ করার সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ময়মনসিংহে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু
১ বছর আগে