হাসানপুর
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: রেলের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
কুমিল্লার হাসানপুরে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন এবং একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে ৩৫ জন আহত হওয়ার ঘটনায় সোমবার বাংলাদেশ রেলওয়ে তিন কর্মকর্তাকে বরখাস্ত করেছে।
তারা হলেন- গার্ড (চট্টগ্রাম বিভাগ) আব্দুল কাদের, লোকোমোটিভ মাস্টার (ঢাকা সদর) জসিম উদ্দিন এবং সহকারী লোকোমোটিভ মাস্টার (ঢাকা সদর দপ্তর) মো. মহসিন।
এছাড়াও, হাসানপুর স্টেশন সিগন্যাল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ওয়াহিদকেও বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন: গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহত একজন চট্টগ্রামের ইদ্রিস
অন্যদিকে, চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ট্রেনের পরীক্ষক এসএম আখতার হোসেন ও হাসানপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মং মারমা জানান, দুইটি উদ্ধারকারী ট্রেন মেইন লাইন থেকে বগি সরিয়ে নেওয়ার পর রবিবার রাত ৯টার পর আবার ট্রেন চলাচল শুরু হয়।
অন্য বগিগুলো সরানোর কাজ চলছে বলে জানান তারা।
উল্লেখ্য, রবিবার সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি ও লোকোমোটিভ লাইনচ্যুত হয়ে অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছে এবং তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ঢাকাগামী মালবাহী ট্রেনটি হাসানপুর স্টেশনে লাইনে দাঁড়িয়ে ছিল। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ভুলভাবে একই লাইনে ঢুকে মালবাহী ট্রেনের পেছনের দিকে ধাক্কা মারে।
আরও পড়ুন: মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: তদন্ত প্রতিবেদন জমা
মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু
১ বছর আগে