প্রশাসন ও অর্থ
নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
রাজধানীর নিউমার্কেটের পাশের নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সোমবার সকালে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: ঈদের আগে মার্কেটে অগ্নিকাণ্ড রহস্যজনক: বিএনপি
কমিটির অন্য সদস্যরা হলেন- উপ-পরিচালক (পরিকল্পনা), পলাশী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাবুল চক্রবর্তী, গুদাম পরিদর্শক গোলাম মোস্তফা ও উপ-সহকারী পরিচালক ফয়সালুর রহমান।
এর আগে, শনিবার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর রবিবার সকালে তা নিভিয়ে ফেলা হয়।
এছাড়া ঈদের কেনাকাটার এই ব্যস্ত মৌসুমে বেশ কিছু দোকানপাট পুড়ে গেছে।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর মোট ২৮টি ফায়ার ফাইটিং ইউনিট এবং দল আগুন নেভাতে অংশ নেয়।
এদিকে অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করার সময় প্রচণ্ড ধোঁয়ায় দমকলকর্মীসহ প্রায় ৩২ জন অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন: মার্কেটে অগ্নিকাণ্ডের পেছনে সরকার হাত রয়েছে: ফখরুল
প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে: আইজিপি
১ বছর আগে