৩ বিভাগে
৩ বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এতে বলা হয়েছে, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আরও পড়ুন: সকালের হালকা বৃষ্টি ঢাকাবাসীদের দিয়েছে কিছুটা স্বস্তি
রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে প্রবল তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এদিকে ঢাকা ও রংপুর বিভাগ এবং বগুড়া, নওগাঁ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এছাড়া বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ঈশ্বরদী উপজেলায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় পশ্চিমাঞ্চলীয় নিম্নচাপটি অবস্থান করছে এবং এটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে
১ বছর আগে