সালেহ আহাম্মেদ
যশোরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
যশোরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার ফতেপুর নালিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত সালেহ আহাম্মেদ (৬০) ফতেপুর নালিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
এছাড়া এ ঘটনায় অভিযুক্ত বশির শেখকে (৩৫) আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: গাজীপুরে যুবককে পিটিয়ে হত্যা
আটক বশির শেখ নড়াইল জেলার মুলদাইর গ্রামের মৃত খিজির শেখের ছেলে ।
নিহতের ছেলে ফয়েজ আহাম্মেদ জানান, সকালে তার বাবা নালিয়া খাল কান্দায় মাচার ওপর বসে ছিলেন। হঠাৎ করে বশির শেখ সেখানে আসে ও তার বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পাশে থাকা বাঁশ দিয়ে বশির তার বাবার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশিস রায় জানান, তার মাথায় গুরুতর জখম থাকায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে।ধারণা করা হচ্ছে এতেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে চাঁনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, স্থানীয়রা বশির শেখকে ধরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে বলেও জানান আইসি আমিনুল ইসলাম।
আরও পড়ুন: কুমিল্লায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, মামলা দায়ের
কুমারখালীতে গরুর বর্জ্য অপসারণ নিয়ে যুবককে পিটিয়ে হত্যা!
১০০৫ দিন আগে