শিক্ষানবিশ
চট্টগ্রামে শিক্ষানবিশ আইনজীবীকে হত্যার অভিযোগ, স্ত্রী আটক
চট্টগ্রাম মহানগরীর ডিসি রোডে ভাড়া বাসায় এক শিক্ষানবীশ আইনজীবীকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে ডিসি রোড মিয়ার বাপের মসজিদ এলাকায় একটি ভবনে এই ঘটনা।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মামুনের স্ত্রী তামিমা আক্তার লীজাকে আটক করেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজ চীনা প্রকৌশলীর লাশ উদ্ধার
এছাড়া বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত আব্দুল্লাহ আল মামুন (২৬) কক্সবাজার জেলার চকরিয়া থানার ওসমান চৌধুরী পাড়ার জামাল উদ্দীনের ছেলে।
তিনি চন্দনাইশ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
সেখান থেকে পাস করে বের হওয়ার পর চট্টগ্রাম আদালতে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।
আটক স্ত্রীর দাবি, তার স্বামী মামুন বুধবার রাতে বাসার ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।
তবে মামুনের পরিবার পুলিশকে জানায়, আত্মহত্যা নয় মামুনকে তার স্ত্রী হত্যা করেছে।
এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
সিএমপি চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ডিসি রোডের বাসায় এক যুবক আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি।
এদিকে বৃহস্পতিবার ভোরে চমেক হাসপাতাল থেকে মামুনের লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
আরও পড়ুন: ৩০ ব্যান্ড নিয়ে চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনের নতুন যাত্রা
ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর
১ বছর আগে