পৌনে ৩ কোটি টাকা
২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে পৌনে ৩ কোটি টাকা টোল আদায়
ঈদযাত্রার দ্বিতীয় দিনে (মঙ্গলবার) বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ছোট-বড় মিলিয়ে ৩৬ হাজার ৬৯টি পরিবহন পারাপার হয়েছে।
এতে টোল আদায় হয়েছে প্রায় পৌনে তিন কোটি(দুই কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা)।
আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট, ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ
বৃহস্পতিবার বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য জানিয়েছেন।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের চেয়ে এদিন বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বেড়েছে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী পরিবহন পার হয়েছে ২০ হাজার ৮২০টি।
ঈদে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার ১৮ এপ্রিল রাত ১২টা থেকে বুধবার (১৯ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর উভয় টোল প্লাজায় টোল আদায় হয়েছে দুই কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।
তবে যানবাহনের চাপ যেভাবে বাড়ছে তাতে বৃহস্পতিবার ও শুক্রবার এই চাপ আরও বৃদ্ধি পেয়ে টোল আদায়ের পূর্বের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতুর পিলারের সঙ্গে ধাক্কায় বালুবোঝাই বাল্কহেডডুবি
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট
১ বছর আগে