পুলিশ উপপরিদর্শক
বরিশালে বাসের ধাক্কায় পুলিশের উপপরিদর্শক নিহত
বরিশালে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা অপর আরোহী গুরুত্বর আহত হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) বিকালে নগরের রুপাতলী এলাকার গ্রামীন চক্ষু হসপিটালের সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
নিহত পুলিশ উপপরিদর্শক (এসআই) ফায়েজ আহমেদ ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন।
তার গ্ৰামের বাড়ি ঝালকাঠি জেলার রায়াপুর গ্ৰামে।
জানা গেছে, ফায়েজ আহমেদ এক আরোহীর সঙ্গে মোটরসাইকেলে করে বরিশাল নগর থেকে নিজ গ্রামের বাড়ি ঝালকাঠির রায়পুরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য নিহত ও অপর আরোহী গুরুতর আহত হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, নিহতের লাশ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ওসি আরও জানান, ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শেষে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী নিহত
৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯
১ বছর আগে