সাত মিলিমিটার
অবশেষে চুয়াডাঙ্গায় নামলো স্বস্তির বৃষ্টি
চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহের অবসান হলো, সোমবার অবশেষে ২৪ দিন পর বৃষ্টির দেখা পেল চুয়াডাঙ্গাবাসী।
চুয়াডাঙ্গাতে সর্বশেষ বৃষ্টি হয়েছিল গত ১ এপ্রিল। সেসময় সাত মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়।
আরও পড়ুন: সিলেটে স্বস্তির বৃষ্টি, ঝরেছে শিলা
এরপর একটানা ১৯ দিন প্রচণ্ড তাপে পুড়তে থাকা জেলাবাসী বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলো। সেই অপেক্ষার অবসান ঘটেছে।
সোমবার বেলা পৌনে তিনটায় জোরেশোরেই এ জেলায় বৃষ্টি নামে। যদিও মুষলধারে এখনও এখানে বৃষ্টি নামেনি।
গত তিন দিন মেঘ-রোদের খেলায় ঈদ কাটিয়েছে এ জেলার মানুষ। তবে সামান্য বৃষ্টি হওয়ার পর আবার রোদ উঠে থেমে থেমে বাতাস আর গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, কয়েকদিন ধরে তাপমাত্রা কমছে। এটি কয়েক দিন থাকবে। আর দীর্ঘ ২৪ দিন পর বৃষ্টি হলো চুয়াডাঙ্গায়। এর চলতি মাসের ১ তারিখে এ জেলায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিলো।
তিনি আরও বলেন, সোমবার সর্বোচ্চ চুয়াডাঙ্গায় ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: দেশের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অফিস
৩ বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা
১ বছর আগে