শ্রমিক দল
মাদারীপুরে শ্রমিক দলের দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
মাদারীপুরে আধিপত্য বিস্তার ও শ্রমিক দলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শ্রমিক দলের নেতাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
রবিবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পুরান বাজার কাটপট্টি ব্রিজ সংলগ্ন নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাকিল মুন্সি সদর উপজেলা শ্রমিক দলের নেতা ও মোফাজ্জল মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও শ্রমিক দলের নতুন কমিটি গঠন নিয়ে সংঘর্ষে শাকিল মুন্সি নামে একজনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।
আরও পড়ুন: ঢাকার বিকল্প রাজধানী সম্ভব?
পরে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। এদিকে তার মৃত্যুতে বিএনপি শহরে একটি মিছিল বের করে।
মাদারীপুর পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, ‘শাকিল মুন্সী নামে একজন খুন হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।’
৮ দিন আগে
১ মে রাজধানীতে সমাবেশ করবে শ্রমিক দল
ঐতিহাসিক মে দিবস উপলক্ষে আগামী ১ মে রাজধানীতে সমাবেশ করবে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ১ মে দিবস উপলক্ষে দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিকদলের নেতা-কর্মীরা সমাবেশ ও জনসভা করবেন।
নজরুল বলেন, সমাবেশে ঢাকা ও এর আশপাশের শিল্পাঞ্চলের শ্রমিকরা অংশ নেবেন।
আরও পড়ুন: নতুন রাষ্ট্রপতির কাছে বিএনপির কোনো প্রত্যাশা নেই: ফখরুল
তিনি বলেন, মে দিবসে ঢাকা ছাড়াও সারাদেশের অন্যান্য শহর ও জেলা শহরেও শ্রমিক দল সমাবেশের আয়োজন করবে।
বিএনপি নেতা বলেন, কর্মসূচি সফল করতে শ্রমিক দলের সব নগর ও জেলা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
নজরুল ইসলাম খান বলেন, সমাবেশে শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরবেন।
আরও পড়ুন: বিএনপির মানববন্ধন শেষে শ্রমিক দল সভাপতিসহ ‘আটক’ ২০
৭০৫ দিন আগে