সর্বোচ্চ লেনদেন
পুঁজিবাজারে জুনের সর্বোচ্চ লেনদেন আজ, সূচকের বড় উত্থান
সপ্তাহের শেষ কার্যদিবসে চলতি মাসের সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে, উত্থান হয়েছে সূচকের এবং দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।
বৃহস্পতিবার (২৬ জুন) সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৭৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট ক্রয়-বিক্রয় হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৬০ কোটি টাকার ওপরে। দুই বাজারেই একই দিনে মাসের সর্বোচ্চ লেনদেন হয়েছে।
লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে দুই বাজারে। ঢাকার বাজারে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬৫ পয়েন্ট।
বাকি দুই সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস ১৩ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৩০ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২৯৮টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৪৬টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের দাম।
‘এ’, ‘বি’ ও ‘জেড’- তিন ক্যাটাগরিতেই দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। বিশেষত লভ্যাংশ দেওয়া ভালো কোম্পানির এ ক্যাটাগরির ২২৩টি কোম্পানির মধ্যে ১৬৮টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২৯টির এবং অপরিবর্তিত আছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম।
ডিএসই ব্লক মার্কেটে ৪০টি কোম্পানির ৩৪ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। লাভেলো সর্বোচ্চ ১১ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে রয়েছে ড্রাগন সোয়টার অ্যান্ড স্পিনিং এবং ৬ দশমিক ৬ শতাংশ দাম কমে তলানিতে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান হয়েছে, সার্বিক সূচক বেড়েছে ১৬৫ পয়েন্ট।
লেনদেন হওয়া ২২৪টি কোম্পানির মধ্যে ১৬০টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৪১টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস এবং ১০ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল এমএফ।
আরও পড়ুন: সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারের লেনদেন
১৬৩ দিন আগে
শেয়ারবাজারে সাড়ে ৫ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হলো বৃহস্পতিবার
বৃহস্পতিবার সর্বোচ্চ লেনদেনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক পয়েন্ট বেড়েছে ৭ পয়েন্ট এবং চট্টগ্রামের স্টক ১৪ পয়েন্ট বেড়েছে, যা সাড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।
ফলে ঈদের পর চার কার্যদিবসে শেয়ারবাজারের সূচক বেড়েছে। ঈদের আগেও পাঁচ দিনের সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। সব মিলিয়ে টানা ৯ কার্যদিবস দর বেড়েছে পুঁজিবাজারে।
বৃহস্পতিবার খাদ্য, বীমা ও তথ্যপ্রযুক্তি খাতের পাশাপাশি রহিমা ফুড, আইটিসি, কোহিনূর কেমিক্যাল, হাইডেলবার্গ সিমেন্ট এবং বসুন্ধরা পেপার মিলসের শেয়ারের দাম বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করেছে। শেয়ার সূচক বৃদ্ধিতে এই পাঁচটি কোম্পানির অবদান প্রায় ৩৫ শতাংশ।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ (বৃহস্পতিবার) ডিএসইতে ১৫ দশমিক ৯০ কোটির বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এতে লেনদেন হয়েছে ৯৬৭ কোটি ৬৯ লাখ টাকার বেশি এবং বুধবার লেনদেন হয়েছে ৭৬৫ কোটি ৩৩ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২০০ কোটি টাকার বেশি।
গত সাড়ে ৫ মাসের মধ্যে এটি ছিল সর্বোচ্চ লেনদেন। এর আগে ২০২২ সালের ৯ নভেম্বর ডিএসইতে এক হাজার ১৮ কোটি ৮৫ লাখ টাকা লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে সাত দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৭৪ পয়েন্টে। অন্য দু’টি সূচকের মধ্যে, ডিএসই শরিয়াহ সূচক তিন দশমিক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসই-৩০ সূচক চার দশমিক ৬৪ পয়েন্ট কমে দুই হাজার ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৯টি কোম্পানির দর বেড়েছে, কমেছে ৬২টি এবং অপরিবর্তিত রয়েছে ২১০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
আরও পড়ুন: বড়দিনে চীন, জাপানের শেয়ার বাজারে দরপতন
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জেনেক্স ইনফোসিসের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিক হোটেলের শেয়ার। তৃতীয় স্থানে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। এরপর সেরা দশে ছিল যথাক্রমে ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার মিলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুটওয়্যার এবং আইটি কনসালট্যান্ট লিমিটেড।
অন্যান্য শেয়ারবাজারের সার্বিক সূচক সিএসই, সিএএসপিআই ১৪ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ১৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টি কোম্পানির, কমেছে ৪৫টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টি কোম্পানির।
দিন শেষে সিএসইতে সাত দশমিক ৯৫ কোটির বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৭ লাখ টাকা।
আরও পড়ুন: অক্টোবরের মধ্যেই শেয়ারবাজারে আসবে রাষ্ট্রমালিকানাধীন ৪ ব্যাংক: অর্থমন্ত্রী
৯৫৪ দিন আগে