গাছ চাপা
ফরিদপুরে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় কিশোর নিহত
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক কিশোর কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যার দিকে পৌরসভার পাগলের আস্তানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল বিশ্বাস (১৪) পৌরসদরের বাকাইল গ্রামের বিশ্বাস পাড়ার সালাউদ্দিন বিশ্বাসের ছেলে।
আরও পড়ুন: সারাদেশে কালবৈশাখীর আঘাতে নিহত ১
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আশরাফুল বিশ্বাস তার চায়ের দোকানে আসার পথে বাকাইল গ্রামের পাগলের আস্তানা এলাকায় ঝড়ের কবলে পড়ে। এসময় তার ওপর রাস্তার গাছ ভেঙে পড়লে সে মারাত্মক আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফরিদপুর হাসপাতালে যাওয়ার পথে কানাইপুর বাজার নামক স্থানে পৌঁছালে রাতেই তার মৃত্যু হয়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের শুক্রবার (২৮ এপ্রিল) সকালে আশরাফুল বিশ্বাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আশরাফুল বিশ্বাসের চায়ের দোকান ছিল। ঝড়ে গাছ ভেঙে পড়লে ওই গাছের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ফটিকছড়িতে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় গৃহবধূর মৃত্যু
ভুরুঙ্গামারীতে কালবৈশাখীর তান্ডবে দুই শতাধিক বসতবাড়ি লন্ডভন্ড
১ বছর আগে