কার্যালয় ভাঙচুর
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকের কার্যালয় ভাঙচুর
ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় আইনজীবী সমিতির সভাপতি আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাতের কার্যালয় ভাঙচুর করা হয়।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালের এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলায় ১৬ বছরের কিশোরের জামিন
এদিকে, নিরাপত্তার কারণে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে এদিন কোনো আসামিকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী আইনজীবীদের দাবি, বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় মিছিল করেছেন। তারা আদালতের প্রত্যেকটি কক্ষের ভেতরে দেওয়ালে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন।
এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদিক ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন জানান, দেশের চলমান পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে আসামিবাহী কোনো প্রিজনভ্যান (আদালতে) আসেনি।
আরও পড়ুন: অর্থ আত্মসাতের মামলায় ড. ইউনূসের জামিন
রিজভী-খসরুসহ বিএনপি-জামায়াতের সহস্রাধিক নেতা-কর্মীর জামিন
৪ মাস আগে
কেরানীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর অফিসে আ’লীগ প্রার্থীর ‘হামলা’
কেরানীগঞ্জের কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় ৫৬নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ওই ওয়ার্ডের স্বতন্ত্র পদপ্রার্থীর কার্যালয় ভাঙচুর ও পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
৪ বছর আগে