আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ১
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৯জুলাই) রাত ১০টার দিকে ৭নং ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহত মো. সলিম (৪৫) ওই ক্যাম্পের মোহাম্মদ নজির হোছনের ছেলে।
রবিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে নারীর লাশ উদ্ধার
তিনি বলেন, রাত ১০টার দিকে ওই ক্যাম্পে ১০-১২ জন আরসা (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) সদস্য সলিমকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি করে। গোলাগুলির খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
তিনি আরও বলেন যে এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়ে বলে জানান তিনি।
আরও পড়ুন: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আরসা কমান্ডার নিহত
১ বছর আগে
উখিয়ায় অস্ত্রসহ ৪ ‘আরসা’ সদস্য আটক
কক্সবাজারের উখিয়ায় শুক্রবার সকালে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটককৃতরা হলেন-মো. জোবায়ের (২০), নুর মোহাম্মদ (২৫), জামিলা বেগম (৪৮) ও বিবি (১৬)। তারা সকলেই উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।
১৪-এপিবিএন কমান্ডার সৈয়দ হারুনুর রশিদ সাক্ষরিত এপিবিএন মিডিয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাসী ছামিউদ্দিনসহ ১০ থেকে ১৫ জন আরসা সদস্য সেখানে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নটি ক্যাম্পের ৭ নম্বর ব্লকের জি ব্লকে অভিযান চালায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা এপিবিএন সদস্যদের ওপর গুলি চালায় বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, এসময় তারা (এবিপিএন সদস্যরা) নিজেদের জীবন রক্ষার স্বার্থে পাল্টা গুলি চালাতে বাধ্য হয়; এ ঘটনায় একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
আরও জানানো হয়, বন্দুকযুদ্ধের পরে এপিবিএন সদস্যরা ক্যাম্প নং সি ব্লকে আরেকটি অভিযান চালায়, কারণ তারা জানতে পারে যে ছামিউদ্দিনসহ আরসা কর্মীরা সেখানে অবস্থান করছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছামিউদ্দীনসহ সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও গুলিবিদ্ধ একজনসহ চারজনকে অস্ত্রসহ আটক করে এবিপিএন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই বাড়ি থেকে দেশীয় তৈরি চারটি ওয়ান শুটারগান, চাইনিজ রাইফেলের ৩০ রাউন্ড গুলি, ২৭ রাউন্ড পিস্তলের গুলি, শটগানের পাঁচটি কার্তুজ, তিনটি ফাঁকা ম্যাগাজিন, চারটি ওয়াকিটকি, পাঁচটি মোবাইল ফোন সেট ও একটি ছুরি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে।
১ বছর আগে