রংপুর জেলা আওয়ামী লীগ
জয়ের সদস্যপদ নবায়নের মধ্য দিয়ে রংপুরে আ.লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সদস্যপদ নবায়নের মধ্য দিয়ে রংপুর বিভাগে আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের রংপুর বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী জয়ের সদস্যপদ নবায়নের ঘোষণা দেন।
২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি তাকে রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়। বর্তমানে তিনি রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আরও পড়ুন: শেখ জামালের হত্যাকারীদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি: তথ্যমন্ত্রী
এ সময় তারা রংপুর বিভাগের নেতৃবৃন্দকে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম পূরণ করে আগামী ৩১ মে'র মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এবং সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।
ড. হাছান মাহমুদ বলেন, ‘দলের স্বার্থে সদস্য সংগ্রহ ও নবায়নের এই কাজটি সতর্কতার সঙ্গে করতে হবে। তাহলেই আমরা সকল ষড়যন্ত্র প্রতিহত করতে পারব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আবারও নিরঙ্কুশ বিজয় অর্জন করতে পারব।’
আরও পড়ুন: নির্বাচনে বাধাদানকারীদের বিরুদ্ধে কঠোর হবে আ.লীগ: কাদের
১ বছর আগে