পৃথক বজ্রপাত
সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক বজ্রপাতে মালেক নুর ও আব্দুন নুর নামে ২ কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর ও কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কালবৈশাখীতে বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৮
নিহতরা হলেন, উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের মৃত উকিল আলীর ছেলে মালেক নুর ও কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা আব্দুন নুর।
স্থানীয়রা জানান, পাকা ধান মাড়াই করার সময় হঠাৎ কালবৈশাখি ঝড়ের সঙ্গে বিকট শব্দে বজ্রপাত শুরু হলে বজ্রপাতের আঘাতে মালেক নুর মাটিতে লুটিয়ে পড়েন। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রায় একই সময়ে কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুন নুর হাওর থেকে বাড়িতে ফেরার পথে বজ্রপাতের কবলে পরে ঘটনাস্থলেই নিহত হন।
কুলঞ্জ ইউপি চেয়ারম্যান একরার হোসেন ও ভাটিপাড়া ইউপি সদস্য এমদাদ চৌধুরী মিন্টু পৃথক বজ্রপাতে নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বজ্রপাতে নিহতের খবর পেয়েছি।
আরও পড়ুন: খুলনায় বজ্রপাতে মাছচাষির মৃত্যু
খুলনায় বজ্রপাতে মাছচাষির মৃত্যু
৭ মাস আগে
নওগাঁয় পৃথক বজ্রপাতে প্রাণ গেল ২ জনের
নওগাঁয় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) জেলার পোরশা ও ধামইরহাট উপজেলায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম দুয়ারপাল গ্রামের নজরুল ইসলামের ছেলে আব্দুল জব্বার (৩০) এবং ধামইরহাট উপজেলার সদর ইউনিয়নের মৈশর গ্রামের আজিজুর রহমানের ছেলে মুমিনুল রহমান (২২)।
আরও পড়ুন: চৌগাছায় বজ্রপাতে প্রাণ গেল পশু চিকিৎসকের
পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, রবিবার রাত থেকেই হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছিল। ভোরবেলা বৃষ্টিতে ভিজে পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান আব্দুল জব্বার ও মেহেদী হাসানসহ পশ্চিম দুয়ারপাল গ্রামের বেশ কয়েকজন যুবক।
নদীতে নেমে মাছ ধরার সময় সকাল ৬টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই আব্দুল জব্বারের মৃত্যু হয়। আহত হন মেহেদী হাসান।
পরে স্থানীয়রা মেহেদীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আব্দুল জব্বারের লাশ তার স্বজনরা নিয়ে গেছেন বলেও জানান তিনি।
অপরদিকে, ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছিল। বৃষ্টির মধ্যে কালুপাড়া বিলে আমন ধান রোপণের জন্য পাওয়ার টিলার দিয়ে জহিরুল ইসলাম নামের একজনের জমি প্রস্তুত করছিলেন মুমিনুল রহমান।
বেলা ১২টার দিকে তাদের দুজনের ওপর বজ্রপাত এসে পড়লে ঘটনাস্থলেই কৃষক মুমিনুলের মৃত্যু হয় এবং জমির মালিক জহিরুল ইসলাম আহত হন।
তিনি আরও বলেন, মুমিনুলের লাশ তার স্বজনরা নিয়ে যান। আহত অবস্থায় জহিরুলকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয়রা ভর্তি করা হয়। বর্তমানে জহিরুল সুস্থ আছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে নিহত ৩
দেশের তিন জেলায় বজ্রপাতে ৩ জন নিহত
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জের সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকায় ধানের জমিতে কাজ করার সময় সকালে বজ্রপাতে মারা যান ভোলাহাট উপজেলার বাসিন্দা ও কৃষক ওমর আলী(৫২)। অন্যদিকে সকালে গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর এলাকায় নিজ বাড়িতে বারান্দায় বসে থাকার সময় বজ্রপাতে শরিফুল ইসলাম(৩৫) গুরুতর আহত হন। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দেশের তিন জেলায় বজ্রপাতে ৩ জন নিহত
এছাড়া ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরিভুজা এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান আনোয়ার হোসেন (৬০) নামে আরও এক কৃষক।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ও ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বজ্রপাতে ২ কৃষক নিহত
১ বছর আগে
পাবনায় পৃথক বজ্রপাতে কলেজ ছাত্রসহ ৩ জনের মৃত্যু
পাবনায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে মৃত্যুর ঘটনাগুলো ঘটে।
মৃতরা হলেন- আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে ও পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র এনামুল হক (১৮)। সুজানগর উপজেলার আমিনপুর থানার চরগোবিন্দপুর গ্রামের কালা প্রামাণিকের ছেলে কৃষক মনিরুজ্জামান জলম (৪০) এবং একই উপজেলার রানীনগর ইউনিয়নের টাকিগাড়া গ্রামে মৃত ছায়াত শেখের ছেলে কৃষক রফিকুল ইসলাম (৪২)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ২
আটঘরিয়ার একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বলেন, এনামুল হক বিকাল তিনটার দিকে মাঠে ঘাস কেটে বাড়ি ফেরার পথে প্রচণ্ড বৃষ্টির সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
অপরদিকে, আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আমিন জানান, কৃষক মনিরুজ্জামান বিকালে বাড়ির পাশে মাঠের কাজ করা অবস্থায় বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টির মধ্যেই তিনি বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, রফিক দুপুরের খাবার শেষ করে বিলে কৃষিকাজ করছিলেন। বিকাল ৩টার দিকে বৃষ্টির সময় তার ওপর বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: চৌগাছায় মাঠে বজ্রপাতে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ শিশু নিহত
১ বছর আগে