বন্যায় নিহত
ফিলিপাইনে বন্যায় নিহত ৩, নিখোঁজ ২
ফিলিপাইনে বন্যার পানিতে একটি ভ্যানগাড়ি ডুবে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও দুইজন। স্থানীয় কর্তৃপক্ষ এসব হতাহতের বিষয় নিশ্চিত করেছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পালাওয়ান প্রদেশে এসমব হতাহতের ঘটনা ঘটে।
পালাওয়ান প্রদেশের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কার্যালয়ের ম্যাক ভিলারোসা সোমবার রাতে বলেন, ১২ জন যাত্রী বহনকারী ভ্যানটি রবিবার রাতে বন্যার পানিতে আটকা পড়ে।
আরও পড়ুন: ফিলিপাইনে জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ২
ম্যাক ভিলারোসা বলেন, ওই গাড়িতে থাকা ১২ যাত্রীর মধ্যে সোমবার ৩ জনের লাশসহ সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দুইজন। নিখোঁজরা হলেন ভ্যানের চালক ও তার স্ত্রী।
প্রাদেশিক জরুরি অপারেশন সেন্টার জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে অব্যাহত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ব্যাপক বন্যার কারণে সোমবার বিকাল পর্যন্ত পালাওয়ানের কমপক্ষে চারটি শহর থেকে ১ হাজার ৪৫৪টি পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফিলিপাইনে ট্রাকচাপায় নিহত ৭
২৯৮ দিন আগে
রুয়ান্ডায় ভারী বর্ষণে বন্যায় নিহত ১২৯
মুষলধারে বৃষ্টির কারণে পশ্চিম ও উত্তর রুয়ান্ডায় বন্যার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ১২৯ জন নিহত হয়েছেন বলে একটি পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে।
রুয়ান্ডা ব্রডকাস্টিং এজেন্সি বুধবার জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
সরকার সমর্থিত নিউ টাইমস পত্রিকা উল্লেখ করেছে, ‘সাম্প্রতিক বছরগুলোর উপলব্ধ রেকর্ড অনুসারে, এটি স্বল্পতম সময়ের মধ্যে দেশটিতে রেকর্ড করা সর্বোচ্চ দুর্যোগজনিত মৃত্যুর সংখ্যা হতে পারে।’
রুয়ান্ডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশের গভর্নর ফ্রাঁসোয়া হাবিতেগেকো সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাত ও বুধবার সকালে প্রবল বৃষ্টিপাতের পর আরও হতাহতের সন্ধান চলছে।
আরও পড়ুন: মালয়েশিয়ার বন্যায় নিহত ৫, বাস্তুচ্যুত ৪০ হাজার ছাড়িয়েছে
গত সপ্তাহে প্রবল বৃষ্টিপাত শুরু হয়, যার ফলে বন্যা ও ভূমিধসের ফলে সারা দেশে বেশ কয়েকটি বাড়ি ভেসে যায় এবং কিছু রাস্তা দুর্গম হয়ে পড়ে।
রুয়ান্ডা আবহাওয়া সংস্থা সতর্ক করেছে যে আরও বৃষ্টিপাত আসছে।
সরকার অতীতে জলাভূমি এবং অন্যান্য বিপজ্জনক অঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের স্থানান্তরিত হতে বলেছে।
পশ্চিম ও উত্তর প্রদেশ এবং রাজধানী কিগালি বিশেষত পাহাড়ি এলাকা, যা বর্ষাকালে ভূমিধসের ঝুঁকিপূর্ণ করে তোলে।ি
আরও পড়ুন: ফিলিপাইনে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩২
৯৪৭ দিন আগে