ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস
ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের মহাসচিবের সঙ্গে জিএসপিসহ অন্যান্য বিষয় নিয়ে শাহরিয়ার আলমের আলোচনা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের সেক্রেটারি জেনারেল (মহাসচিব) স্টেফানো স্যানিনোর সঙ্গে বৈঠক করেন এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করেন।
তারা ইইউ'র নতুন জিএসপি (অগ্রাধিকারমূলক বাণিজ্য–সুবিধা) স্কিম এবং গ্লোবাল গেটওয়ে উদ্যোগের পাশাপাশি অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা করেন।
উভয়পক্ষ জলবায়ু পরিবর্তন, অভিবাসন, উপ-আঞ্চলিক, আঞ্চলিক ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতা নিয়ে আলোচনা করে।
আলোচনায় রোহিঙ্গা সংকটের বিষয়টিও উঠে আসে।
বৈঠকে সংসদ সদস্য নাহিম রাজ্জাক এবং বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ ও ইইউ দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও গভীর করতে সম্মত
১ বছর আগে