রি-রোলিং মিল
নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৭
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রি-রোলিং মিলের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।
নিহত ব্যক্তি মো. ইব্রাহিম (৩৫)।
বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ২৮ শতাংশ দগ্ধ ইব্রাহিম শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ (১০ মে) সকালে মারা যান।
এর আগে গত ৪ মে বিকালে মিলের ভেতরে লোহা গলানোর সময় বিস্ফোরণে সাত শ্রমিক আহত হন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার এক শ্রমিক এবং শুক্রবার আরও তিনজন মারা যান।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫
নিহতরা হলেন- কিশোরগঞ্জের ইটনা উপজেলার শংকর (৪০), ইলিয়াস আলী (৩৫) ও আলমগীর (৩০) এবং রাজবাড়ী জেলার নিয়ন (২০)।
এদিকে, গত ৬ মে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লালমনিরহাট জেলার গোলাম রাব্বানী (৩৫) ও জুয়েল হোসেন (২৫)।
পুলিশ আরও জানান, বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪
১ বছর আগে
নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকার একটি রি-রোলিং মিলে বিস্ফোরণে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ-এ।
নিহত গোলাম রব্বানী (৩৫) লালমনিরহাট জেলার বাসিন্দা।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গোলাম রব্বানী মারা যান।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তার ৯৫ শতাংশ পুড়ে গেছে।
এর আগে বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রি-রোলিং মিলের শ্রমিকরা লোহা গলানোর সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে সাত শ্রমিক আহত হন।
তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে বৃহস্পতিবার এক শ্রমিক মারা যান এবং শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।
এদিকে বিস্ফোরণ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে স্যালাইন তৈরির কারখানায় আগুন
নারায়ণগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
১ বছর আগে
নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকার একটি রি-রোলিং মিলে বিস্ফোরণে আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার-এ।
নিহতরা হলেন- কিশোরগঞ্জের ইটনা উপজেলার ফজর আলীর ছেলে ইলিয়াস আলী (৩৫), আলমগীর(৩০) ও রাজবাড়ীর নিয়ন (২০)।
আহত চারজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ইলিয়াস মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, তার ৯৮ শতাংশ পুড়ে গেছে।
এদিকে শুক্রবার সকাল ১০টার দিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নিয়নের মৃত্যু হয়। তার ৯৭ শতাংশ পুড়ে গেছে।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রি-রোলিং মিলের শ্রমিকরা লোহা গলানোর সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সাত শ্রমিক আহত হয়েছেন।
পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শংকরকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রূপগঞ্জে স্টিল কারখানায় বিস্ফোরণে ১জন নিহত, আহত ৬
ঢাকায় গ্যাস লাইন বিস্ফোরণে দুই নারীসহ ৯ জন দগ্ধ
১ বছর আগে