ঢাবি ভর্তি পরীক্ষা
ঢাবির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল শ্রেণিকক্ষে ফলাফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
এবারের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে ১ লাখ ৯ হাজার ৩৬৩ জন শিক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে ১৮৫১টি আসনের বিপরীতে পাস করেছে ৯ হাজার ৭২৩ জন।
১২০ এর মধ্যে ১১১.২৫ স্কোর পেয়ে পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থী প্রতীক রসুল।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ২৭৫ জন শিক্ষার্থী।
আরও পড়ুন: ঢাবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কাল
এই ইউনিটে ১২০ নম্বরের মধ্যে মোট ১০৫.২৫ নম্বর পেয়ে মেধা তালিকায় প্রথম হয়েছেন খুলনা সরকারি এম এম সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রী প্রিয়তি মন্ডল।
ব্যবসায় শিক্ষা ইউনিটে ৪ হাজার ৫৮২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ ইউনিটে আসন রয়েছে মাত্র ১ হাজার ৫০টি।
১২০ এর মধ্যে ১০৫.৫০ স্কোর করে পরীক্ষায় স্থান অধিকার করেছেন চট্টগ্রাম কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করা এক শিক্ষার্থী।
চারুকলা ইউনিটে এবার ৫৩০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
আরও পড়ুন: বিভাগীয় শহরগুলোতে ঢাবি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত
৯৮.১৫ স্কোর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থী বাঁধন তালুকদার।
পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে বলা হয়েছে।
বিষয় বিশ্লেষণ ও যথাযথ সিদ্ধান্ত নিতে আগামী ১ এপ্রিল থেকে বিষয়ভিত্তিক পছন্দ অনুযায়ী ফর্ম ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা।
আগামী ১ জুলাই থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ঢাবি উপাচার্য।
আরও পড়ুন: জ্ঞান অর্জন ও বিজ্ঞান চর্চা কর: ঢাবির সমাবর্তনে তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী
৮ মাস আগে
ঢাবি ভর্তি পরীক্ষা: রাবিতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
আগামী ৬ মে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কিছু বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়েছে।
রাবি জনসংযোগ অফিসের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডের সই করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয় পরীক্ষা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
আরও পড়ুন: প্রশ্নফাঁসের সুযোগ নেই, গুজব রটালে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী
নিম্নোক্ত বিধিনিষেধ হলো সকাল সাড়ে ৯টার পর বিশ্ববিদ্যালয়ে কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না, শিক্ষার্থীদের প্রয়োজনে আগত যানবাহন বিশ্ববিদ্যালয়ের কাজলা ও বিনোদপুর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে এবং প্রধান ফটক দিয়ে বের হবে, সাবাশ বাংলাদেশ মাঠ ব্যবহার করা যাবে। প্রয়োজনে যানবাহন রাখা। তবে এটি অবশ্যই সকাল সাড়ে ৯টার আগে হতে হবে, একাডেমিক ভবনের সঙ্গে সংযোগকারী রাস্তায় কোনও যানবাহন চলতে দেওয়া হবে না, কোনও রাস্তায় বা ক্যাম্পাসের আশেপাশে যানবাহন পার্ক করা যাবে না।
শিক্ষার্থী, অভিভাবক এবং যানবাহন চালকদের উপরোক্ত বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন: যশোরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এমবিবিএস ডাক্তার গ্রেপ্তার
১ বছর আগে