বনকর্মী আহত
কক্সবাজারে সংরক্ষিত বনাঞ্চলে দস্যুদের গুলিতে ৪ বনকর্মী আহত
কক্সবাজারে সংরক্ষিত বনাঞ্চলে দস্যুদের গুলিতে চার বনকর্মী আহত হয়েছেন।
শনিবার (৬ মে) রাত ৮টার দিকে কক্সবাজার জেলার চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী রির্জাভ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- গোলাম জিলানী মিয়াজী, সূর্য কুমার সিংহ, শাহিদুল মোস্তফা, রহিম উদ্দিন। আহতরা সবাই মালুমঘাট বন বিভাগের গার্ড সদস্য।
বিষয়টি নিশ্চিত করেন উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা আনোয়ার হোসেন সরকার।
আরও পড়ুন: সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র্যাবের বিশেষ অভিযান
তিনি জানান, একদল সশস্ত্র দস্যু মালুমঘাট বনবিটের সংরক্ষিত বনাঞ্চলে কাঠ ও ঘর নির্মান করছিল। সংবাদ পেয়ে মালুমঘাট বনবিটের একদল বনকর্মী ঘটনাস্থলে পৌঁছান। এ সময় সশস্ত্র দস্যুরা বনকর্মীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কর্মীদের এলোপাতাড়ি হামলা চালায়। বনকর্মীরাও পাল্টা গুলি চালায়। বনদস্যুদের গুলিতে চারজন বনকর্মী গুলিবিদ্ধ হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। এ ব্যাপারে বনবিভাগ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন: হাতিয়ায় দুই দস্যু গ্রুপের গোলাগুলি, অস্ত্রসহ আটক ৫
১ বছর আগে