তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর
উপসাগরীয় এলাকায় নিম্নচাপ; মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে।
সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এটি আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিএমড ‘র একটি বুলেটিনে বলা হয়েছে, ‘রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী ও বান্দরবান জেলা এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।’
আরও পড়ুন: বিশ্বের দূষিত শহরের তালিকায় রবিবার সকালে ঢাকা ৯ম
এতে আরও বলা হয়েছে, তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং ছড়িয়ে পড়তে পারে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন: ৮ মে নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে: বিএমডি
১ বছর আগে