দ্রুত উন্নয়ন
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত উন্নয়ন দেখে বেইজিং মুগ্ধ: রাষ্ট্রদূত ইয়াও
চীন বাংলাদেশের দ্রুত উন্নয়ন দেখে অনুপ্রাণিত বলে উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ‘শক্তিশালী নেতা’ থাকায় তারা বাংলাদেশের আরও অগ্রগতি দেখতে পাবে।
উন্নয়নের দিক থেকে বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বের অনেক দেশের কাছে মডেল জানিয়ে তিনি বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য অভিন্ন উন্নয়ন।’
রাষ্ট্রদূত ইয়াও রবিবার সন্ধ্যায় ২০২৩ চীনা সরকারি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী বাংলাদেশি অংশগ্রহণকারীদের সম্মানে প্রি-ডিপারচার রিসেপশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন তরান্বিত করতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ‘অবিচলভাবে মধ্যস্থতা করছে’ চীন: রাষ্ট্রদূত ইয়াও
তিনি বলেন, প্রশিক্ষণের প্রথম ব্যাচের অংশগ্রহণকারীরা খুবই ভাগ্যবান, কারণ কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের তিন বছর পর এই ধরনের সফর আবার শুরু হয়েছে।
ইয়াও বলেন, এই কর্মসূচি অংশগ্রহণকারীদের চীনকে আরও ভালোভাবে অধ্যয়ন করতে সাহায্য করবে, কারণ দুই দেশের সকল দিক থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ব্যাপারে আগ্রহ রয়েছে।
দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সেলর সং ইয়াং, সেন্টার সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসআইআইএস) এর সিনিয়র ফেলো এবং চীন ও দক্ষিণ এশিয়ার মহাসচিব চায়না লিউ জংই, চীনের ফুদান ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক লিন মিনওয়াং এবং চীনের ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (এসআইআইএস,) এর সহকারী রিসার্চ ফেলো এল আই হংমেই সহ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
২০১৬ সালে চীনা রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশে একটি ‘ঐতিহাসিক সফর’ করেছিলেন এবং প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে মিলে দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করেন।
চীন সরকারের উদ্যোগের প্রশংসা করে অংশগ্রহণকারীরা বলেন, ২০৪১ সালের মতো লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতের বাংলাদেশের চীনের মতো মেধাবী ও দক্ষ লোকের প্রয়োজন।
তারা বলেন, বাংলাদেশে দক্ষ লোকের প্রয়োজন এবং এই কর্মসূচি তাদের জন্য উপযোগী হবে।
আরও পড়ুন: ঢাকা-বেইজিংয়ের উচিত নতুন প্রবৃদ্ধির ক্ষেত্র অন্বেষণে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করা: রাষ্ট্রদূত ইয়াও
কসমস অ্যাতেলিয়ার ৭১ পরিদর্শন করলেন ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই
১ বছর আগে