মুদি ব্যবসায়ী
নারায়ণগঞ্জে মুদি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মুদি ব্যবসায়ী হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তাররা হলেন-সোনারগাঁ উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে মো. জহিরুল ইসলাম জহির (৩৪) এবং আড়াইহাজার উপজেলার বারোইপাড়া গ্রামের মৃত হক সাহেবের ছেলে ইউনুস (৩০)।
আরও পড়ুন: নেত্রকোনায় বাবাকে হত্যার পর মাটিচাপা, ছেলে গ্রেপ্তার
র্যাব-১১ (মিডিয়া) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কর্মকর্তা রিজওয়ান সাঈদ জিকু জানান, এলিট ফোর্স সোমবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাবের ওই কর্মকর্তা জানান, আসামিদের সঙ্গে ভিকটিম আমির হোসেনের দীর্ঘদিনের বিরোধ ছিল।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আসামি আমির হোসেনকে তার বাসা থেকে ফোন করে।
পরে তাকে হত্যা করে লাশ নারায়ণগঞ্জের মাদবদী এলাকার জাকির হোসেনের ধানখেতে ফেলে দেয়।
রবিবার নিহতের স্ত্রী জাকিয়া আক্তারের অভিযোগের প্রেক্ষিতে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
র্যাব কর্মকর্তা আরও জানান, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আড়াইহাজার থানায় মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ইসলামাবাদের আদালত থেকে ইমরান খান গ্রেপ্তার
মুক্তিযোদ্ধা শফিউদ্দিন হত্যার ২০ বছর পর খুনি গ্রেপ্তার
১ বছর আগে