শাকিব
ভূতের মুখে রাম রাম: কার উদ্দেশ্যে বললেন বুবলী
ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে আবারো আলোচনা তৈরি করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
আজ সোমবার (৪ ডিসেম্বর) সকালে ‘ভূতের মুখে রাম রাম’ উল্লেখ করে তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। এরপর থেকেই গুঞ্জন শুরু হয় বুবলী কাকে উদ্দেশ্য করে এই পোস্টটি করলেন।
পোস্টে তিনি লেখেন, ‘ভূতের মুখে রাম রাম। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন…’
আরও পড়ুন: অপুকে ইঙ্গিত করে বুবলীর পাল্টা বক্তব্য
পোস্টটিতে তিনি আরো লিখেছেন, ‘অবশ্য এরকম পরিচালনা তার জন্য নতুন কিছু না.. মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাং এর সদস্যদের আমার নাম নিয়ে নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিক এর ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে।’
এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত পোস্টটিতে ৪ হাজার ২০০ এরও বেশি মন্তব্য করা হয়েছে।
কেউ কেউ ধারণা করছেন, বুবলীর এই পোস্ট শাকিব খানকে ঘিরে। কারণ সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন বুবলীকে নিয়ে। যেখানে উঠে আসে কৌশিক হোসেন তাপস ও বুবলীকে ঘিরে সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গ।
আরও পড়ুন: বিয়ে ও সন্তান জন্মের তারিখ জানালেন বুবলী
আমাকে নিয়ে নিউজে খোঁচান কেনো?: শাকিবের উদ্দেশে বুবলী
১ বছর আগে
মুম্বাইয়ের সংবাদ সম্মেলনে এক ফ্রেমে শাকিব ও সোনাল
দেশের গন্ডি পেরিয়ে ওপার বাংলায় জনপ্রিয়তা পেয়েছেন ঢালিউডের শাকিব খান। এবার সেই পরিধি বলিউড পর্যন্ত ছড়ালো।
আর বাংলাদেশের প্রথম অভিনেতা হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। আর এতে তার সঙ্গে জুটি বাঁধবেন বলিউড তারকা সোনাল চৌহান। ‘দরদ’ শিরোনামের এ সিনেমাটির শুটিং শুরু হবে আগামী ২৭ অক্টোবর থেকে ভারতের এলাহাবাদে।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ‘দরদ’-এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে শাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
আরও পড়ুন: শাহরুখের ‘ডানকি’ বনাম প্রভাসের ‘সালার’: মুক্তি পাচ্ছে বড়দিনে
সিনেমাটির পরিচালক অনন্য মামুন তার ফেসবুকে সংবাদ সম্মেলনের ছবি পোস্ট করেছেন।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘দরদ’ পরিচালনা করবেন অনন্য মামুন। এতে আরও অভিনয় করবেন রাহুল দেব, পায়েল সরকার প্রমুখ।
আরও পড়ুন: অপুকে ইঙ্গিত করে বুবলীর পাল্টা বক্তব্য
১ বছর আগে
শাকিবের মামলায় প্রযোজক রহমত উল্লাহর বিচার শুরু
চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে চিত্রনায়ক শাকিব খানের মামলায় প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
বুধবার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়েদা হাফসা ঝুমার আদালত আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এ অভিযোগ গঠনের আদেশ দেন।
আরও পড়ুন: ঢাবির শিক্ষক রহমত উল্লাহর একাডেমিক কার্যক্রম চালাতে বাধা নেই
একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৯ আগস্ট তারিখ ধার্য করেছেন আদালত।
এদিন অভিযোগ গঠনের সময় রহমত উল্লাহ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন।
একইসঙ্গে আদালতের অনুমতি ছাড়া আসামি রহমত উল্লাহর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন শাকিবের আইনজীবী।
আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর ফলে আদালতের অনুমতি ছাড়া রহমত উল্লাহ বিদেশ যেতে পারবেন না।
শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান এসব তথ্য জানান।
এর আগে, ২৩ মার্চ আদালতে শাকিব খান বাদী হয়ে রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি রহমত উল্লাহকে ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেন।
পরে গত ২৬ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
গত ২৭ মার্চ টেলিভিশনে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে চিত্রনায়ক শাকিব খান আরও একটি মামলা করেন।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এন এম জুলফিকার হায়াতের আদালতে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আরও পড়ুন: শাকিব খানের মামলায় জামিন পেলেন প্রযোজক রহমত উল্লাহ
রহমত উল্লাহর বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা শাকিবের
১ বছর আগে
আমাকে নিয়ে নিউজে খোঁচান কেনো?: শাকিবের উদ্দেশে বুবলী
চিত্রনায়িকা অপু বিশ্বাসের পর চিত্রনায়িকা বুবলীকে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান। এমনকি এই সংসারেও আছে শেহজাদ নামে তাদের পুত্র সন্তান। আর এবারের বিষয়টিও দীর্ঘদিন গণমাধ্যম থেকে আড়ালে রেখেছিলেন শাকিব ও বুবলী দু’জনই।
কিন্তু ঘটনা সামনে আসার পর বুবলির পরিণতি হয় অপু বিশ্বাসের মতোই। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খান জানান, বুবলীর সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তিনি। এই সাক্ষাৎকারের পর শাকিবকে নিয়ে ১০ মে (বুধবার) ভেরিফায়েড ফেসবুক পেজে একটি লেখা পোস্ট করেন বুবলী। পাঠকদের জন্য লেখাটি নিচে তুলে ধরা হলো-
বুবলীর ফেসবুক পোস্ট
মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেনো! বাস্তবে দেখা আপনার সঙ্গে মেলে না..
আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝে মাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে?
কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কি!!
শেহজাদ এর মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলব..
আরও পড়ুন: ছেলের নামে ফেসবুক পেজ, দোয়া চাইলেন বুবলী
আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শেহজাদসহও একসঙ্গে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন, আপনার জোকস শুনে হেসেছি, একসঙ্গে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি..
শেহজাদ ছাড়াও কয়েকদিন আগেও আমরা এই ঈদ এবং ঈদ এর পরেও একসঙ্গে থেকেছি , টাইম স্পেন্ড করেছি..
কিন্তু কিছুদিন পর পর কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনও আপনার সঙ্গে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণও চিন্তা প্রকাশ করেন?
এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে এবং শেহজাদ কিছুদিন পর বড় হয়ে এসব দেখবে এবং ভাববে কি নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন..
আপনাকে তো কোথাও কখনও অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি..
বরং যেকোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানা ভাবে সাপোর্ট দিয়েছি..
আপনার সমসাময়িক এত বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছুদিন পর পর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেনো? উদ্দেশ্য কী? আগে তো কখনও এরকম করতেন না? নাকি আপনার বিশেষ সাক্ষাৎকারে আর অন্য কোনো বিষয় তখন একান্ত মুখপাত্ররা পাশে থেকে কেউ ডাবিং করে দেয় না..
সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে, ভালো ভালো সিনেমা করুন তবে মনে রাখবেন সুপারস্টারডোম জীবনের একটা অংশ, কিন্তু এটাই পুরো জীবন নয়..
আরও পড়ুন: বিয়ে ও সন্তান জন্মের তারিখ জানালেন বুবলী
অনেকটা সময় পার হয়ে গিয়েছে, নিজের জীবন টাকে গোছান সেটা যেভাবেই আপনার ভালো লাগে, আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিল..
এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার, সেটা যেই সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাবো কিন্তু বিনীত অনুরোধ করবো আবারো কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না..
এবং শেহজাদ এর বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন..
আরও পড়ুন: চরম বাস্তবতার কারণে এক ছাদের নিচে থাকি না: ছেলের জন্মদিনে শাকিব
১ বছর আগে