মুরাদপুর ইউনিয়ন
সীতাকুণ্ডে গৃহবধূকে গলা কেটে হত্যা
সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নে গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) রাত ১২ টার দিকে হাসনাবাদ গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় নিহতের শ্বশুরবাড়ির উঠানে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: মানিকগঞ্জে ঘুমন্ত বড়ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ ছোটভাইয়ের বিরুদ্ধে
গৃহবধূ রোশনি আক্তার সায়মা (২০) হাসনাবাদ গ্রামের দিদারুল আলমের স্ত্রী। এছাড়া দিদারুল ফটিকছড়ির নানুপুর এলাকার একটি হাসপাতালে চাকরি করেন।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে পুকুরপাড়ে পড়ে থাকা অবস্থায় গৃহবধূ রোশনি আক্তার সায়মার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাহার বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে অথবা অন্য কোনো কারণে ওই গৃহবধূকে হত্যা করা হতে পারে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তোফায়েল আহমেদ বলেন, প্রাথমিকভাবে এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও নিহতের ননদের রক্তমাখা জামা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও দুই ননদ পুলিশ হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: পাবনায় কৃষককে গলা কেটে হত্যা
মানিকগঞ্জে ঘুমন্ত বড়ভাইকে গলা কেটে হত্যা: ছোট ভাই গ্রেপ্তার
১ বছর আগে