সিলেটে
সিলেটে ৫ দশমিক ৬ মাত্রার ভূ-কম্পন
সিলেটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন।
আরও পড়ুন: মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট
তিনি জানান, ভূ-কম্পনের উৎপত্তিস্থল ছিল মায়ানমার ও ইন্ডিয়ার সীমান্ত এলাকায়। তবে, ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
১৪ দিন আগে
সিলেটে ১৫১২ ক্যান ভারতীয় কোমল পানীয় জব্দ, আটক ১
সিলেটে রেডবুল নামে ভারতীয় কোমল পানীয়ের ক্যান পাওয়ার অভিযোগে মো. ছরোয়ার আহমদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দেড় হাজার ক্যান জব্দের দাবি করেছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নগরের ইলেকট্রিক সাপ্লাই রোডে বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করে সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ।
আটক মো. ছরোয়ার আহমদ (৪৪) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটকের সময় তার কাছ থেকে ৩ লাখ ২ হাজার ৪০০ টাকা মূল্যের ১ হাজার ৫১২ ক্যান রেডবুল জব্দ করে পুলিশ।
পরে ছরোয়ারের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
১৫০ দিন আগে
সিলেটে মাদরাসার মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
সিলেট নগরীর সরকারি আলিয়া মাদরাসার মাঠ থেকে রাশেদ আহমদ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চৌহাট্রা এলাকার আলিয়া মাদরাসা মাঠের পশ্চিম প্রান্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন থেকে রাশেদ মাঠের পাশেই থাকতেন। মঙ্গলবার সকালে তার লাশ পড়ে থাকতে দেখে কোতোয়ালি থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: বরিশালে চাকরি না পাওয়ায় হতাশা, প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য তার লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার পরিপূর্ণ ঠিকানা এখনও পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: বরিশালে চাকরি না পাওয়ায় হতাশা, প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার
৩৬৫ দিন আগে
সিলেটে সুরমা নদীর তীর থেকে যুবকের লাশ উদ্ধার
সিলেট নগরীর সুরমা নদীর তীর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে নগরীর মেন্দিবাগ এলাকার সুরমা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ফয়েজ আহমদ (২০) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে। সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার একটি কলোনিতে ভাড়া থাকতেন ফয়েজ। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, সকালের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে খুনের ঘটনা বলেই মনে হচ্ছে।
তিনি বলেন, সত্যতা উদঘাটনে কাজ চলছে। লাশটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পাবনায় চাচাতো ভাইয়ের ঘরে বাক্স থেকে শিশুর লাশ উদ্ধার
ঝালকাঠিতে জমি কেনা-বেচার মধ্যস্থতাকারীর রক্তাক্ত লাশ উদ্ধার
৪২৭ দিন আগে
সিলেটের জাফলং ভ্রমণ: যাওয়ার উপায় ও যাবতীয় খরচ
বিচিত্রতার কষ্ঠিপাথরে বাংলাদেশকে যাচাই করতে হলে ঘুরে আসতে হবে দেশটির উত্তর-পূর্বের সিলেট বিভাগ। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক দিক থেকে এর সমৃদ্ধ জেলাগুলো দেশের সেরা বৈশিষ্ট্যগুলোর প্রতিনিধিত্ব করে। শুধুমাত্র এক জাফলং ভ্রমণ যে কোনও জাতীয়তার পরিব্রাজকের মনে এক টুকরো বাংলাদেশকে গেঁথে দিতে যথেষ্ট। প্রকৃতি কন্যা হিসেবে খ্যাত এই পর্যটনস্থল ভ্রমণের নানা দিক নিয়েই সাজানো হয়েছে আজকের নিবন্ধ। চলুন, পাহাড়, নদী ও বনের এই অনিন্দ্য সমারোহকে খুব কাছ থেকে দেখার উপায়টি জেনে নেয়া যাক।
জাফলং-এর নামকরণের ইতিহাস
জাফলং-এর নামের সঙ্গে জড়িয়ে আছে খাসি জনগোষ্ঠীর হাজার বছরের ইতিহাস। সংক্ষেপে বলতে গেলে খাসিদের মালনিয়াং রাজ্য থাকাকালে এর রাজধানীগুলোর একটি ছিলো বল্লাপুঞ্জি। এই বল্লাপুঞ্জি মূলত জাফলয়েরই একটি এলাকা।
প্রাচীন এই মালনিয়াং রাজ্যেই উৎপত্তি হয়েছিলো জাফলং নামটির, যার মাধ্যমে আনন্দের হাট বোঝানো হতো।
আরও পড়ুন: সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ গাইড: যাওয়ার উপায় ও আনুষঙ্গিক খরচ
জাফলং-এর ভৌগলিক অবস্থান
এই দর্শনীয় জায়গাটির অবস্থান সিলেট বিভাগীয় শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর-পূর্বে খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে। পাহাড়টি মেঘালয় সীমান্তে আলাদা করেছে বাংলাদেশ ও ভারতকে। সীমান্তবর্তী জায়গাটি পড়েছে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদীর অববাহিকায়।
ভারতের ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাওকি নদী এই জাফলং হয়ে প্রবেশ করেছে বাংলাদেশে।
জাফলং ভ্রমণের সেরা সময়
এটি এমন এক জায়গা যা প্রতি ঋতুতেই নতুন রূপে সেজে ওঠে। তবে বৃষ্টির মৌসুমে এই প্রকৃতি কন্যা নিজের সকল সৌন্দর্য্য যেন উজাড় করে দেয়। স্বচ্ছ স্রোতস্বিনীর নিচে পাথরের ছোঁয়াছুয়ি খেলা, আর সংগ্রামপুঞ্জীর মায়া দৃষ্টি ভরে নিতে চাইলে আসতে হবে বর্ষাকালে। তাছাড়া জুন থেকে অক্টোবরের এই সময়টাতে; এমনকি নভেম্বরেও পাহাড়ের সবুজটা যেন আরও বেশি করে ফুটে ওঠে।
আরও পড়ুন: মনপুরা দ্বীপ ভ্রমণ গাইড: যাওয়ার উপায় এবং আনুষঙ্গিক খরচ
৫২০ দিন আগে
সিলেটে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ খুন
সিলেটের বিয়ানীবাজারে পারিবারিক বিরোধে জেরে ভাসুরের ছুরিকাঘাতে খুন হয়েছেন গৃহবধূ।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ভাসুর শফিক মিয়া পরিবারের সদস্যদের নিয়ে পলাতক রয়েছেন।
নিহত স্বপ্নারা বেগম (৪২) শফিকের ছোট ভাই আরব আমিরাত প্রবাসী মলিক মিয়ার স্ত্রী। তার বাবারবাড়ি পার্শ্ববর্তী চারখাই ইউনিয়নের ডেলাখানি গ্রামে।
এ ঘটনায় বিয়ানীবাজার থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান বাবা আরব আলী।
আরও পড়ুন: চাঁদপুরে ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধূ খুন
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শফিক মিয়া ঘর নির্মাণের জন্য ছোট ভাই মলিক মিয়ার ঘরে একটি লিন্টল ভেঙে ফেললে গৃহবধূ স্বপ্নারা বেগমের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে শফিক ছুরি দিয়ে আঘাত করলে স্বপ্নারা মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত লোকজন আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুল আমিন জানান, পারিবারিক বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে বাকবিতণ্ডার একপর্যায়ে ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধূ মারা যান।
পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন
৭০৭ দিন আগে
সিলেটে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেটে ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরচালক নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) সকালে সদর উপজেলার খাদিমপাড়া জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক্টর চালক সাইদুর রহমান (২৮)। তিনি সিলেট সদর উপজেলার খাদিমপাড়াস্থ মলাইটিলার আয়াছ আলীর ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই সবজি ব্যবসায়ীর
এলাকাবাসী সূত্রে জানা যায়, এদিন সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-তামাবিল সড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই ট্রাক্টর চালকের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, গাড়ি দু’টি পুলিশের হেফাজতে আছে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় আহত মিলনের মৃত্যু
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
৭৪৭ দিন আগে
সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত
সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর থানার লাক্কাতুরা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিমসন ডে চৌধুরী (৩৩) লাক্কাতুরা চা-বাগান এলাকার রাজাবাড়ী উড়িয়াপাড়ার আলেসন ডে চৌধুরীর ছেলে।
আরও পড়ুন: যশোরে বাসের ধাক্কায় নারীসহ ২ পথচারী নিহত
পুলিশ জানায়, আম্বরখানা থেকে কোম্পানীগঞ্জগামী একটি প্রাইভেটকার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর থানার লাক্কাতোরা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা পথচারী সিমসন ডে চৌধুরীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে প্রাইভেটকারের চালকসহ আশপাশে লোকজন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানায়, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার জব্দ করে থানায় নেয়া হয়েছে। এছাড়া চালকও পুলিশ হেফাজতে আছে।
পুলিশ আরও জানায়, এ বিষয়ে অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
নরসিংদীতে কাভার্ড ভ্যানের চাপায় ৪ পথচারী নিহত
৭৯৪ দিন আগে
সিলেটে চা-শ্রমিকদের ৩ দফা দাবিতে মশাল মিছিল
বকেয়া বেতন প্রদান, চা-বাগানের শিক্ষার্থীদের বিনা মূল্যে শিক্ষা উপকরণ সরবরাহ ও পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং ভূমির অধিকারের তিন দফা দাবিতে মশাল মিছিল করেছে সিলেটের চা-শ্রমিকরা।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় ‘চা-বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ’নামের একটি সংগঠনের ডাকেএ কর্মসূচি পালন করে শ্রমিকরা।
মশাল মিছিলটি মালনীছড়া চা বাগান থেকে শুরু হয়ে লাক্কাতুরা, চৌকিদেখি হয়ে পুনরায় রেষ্টক্যাম্প বাজারে সমাবেশে মিলিত হয়।
চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের সংগঠক অধীর বাউরীর সভাপতিত্বে ও রানা বাউরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের প্রধান সংগঠক সঞ্জয় কান্ত দাস, সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক অজিত রায়, চা শ্রমিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির অহ্বায়ক হৃদেশ মুদি, লাক্কাতুরা চা বাগানের জাহাঙ্গীর হোসেন, কেওয়াছড়ার সঞ্জিত দাস, হিলুয়াছড়া চা বাগানের মজেন গঞ্জু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর পর পর চা শ্রমিকদের মজুরিসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য দ্বিপক্ষীয় চুক্তি হবার কথা। সব সময়ই মালিকরা এই চুক্তি নিয়ে টালবাহানা করে। ২০২১-২২ সালের চুক্তিও আজ পর্যন্ত হয়নি।
এদিকে ডিসেম্বরে চুক্তি হওয়ার পূর্বেই চুক্তির মেয়াদ শেষ হবার সম্ভাবনা দেখা দিয়েছে।
৩০০ টাকা মজুরি, চুক্তি সম্পাদনসহ বিভিন্ন দাবিতে আগস্ট মাসে টানা ১৯ দিন ধর্মঘট করেন চা শ্রমিকরা। বিভিন্ন বাধা, ভয়, ভীতি উপেক্ষা চা শ্রমিকরা আন্দোলনে অনড় থাকেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: চা-শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ
৮২০ দিন আগে
সিলেটে বিএনপির সমাবেশ: নেতাকর্মীদের খাবার ও পানির ব্যবস্থা করছেন প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের পুত্রবধূ
সিলেটের আলিয়া মাদরাসা মাঠে শনিবার (১৯ নভেম্বর) বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। সেখানে প্রায় চার লাখ লোক সমাগমের টার্গেট নিয়েছে দলটি। গণসমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, গণসমাবেশে আগত নেতাকর্মীদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্রবধূ রেজিনা নাসের।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর থেকে গণসমাবেশ লাগোয়া একটি তাবু থেকে পানি বিতরণ করতে দেখা যায়। গণসমাবেশে আসা সাধারণ মানুষের মাঝে এই পানির বোতল বিতরণ করেছেন ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা।
আরও পড়ুন: ফরিদপুরে বিএনপির সমাবেশ: মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত
তারা জানান, বিভিন্ন জেলা থেকে আসা লোকজনের তৃষ্ণা নিবারণের জন্য দুপুর থেকেই পানির বোতল বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। শুধু বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫০০ বোতল পানি বিতরণ করা হয়েছে।
তারা আরও জানান, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসের এই ব্যবস্থা করে দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দসহ দলের নিবেদিত কর্মীরা গণসমাবেশে আসবেন। তাদের তৃষ্ণা মেটাতে রেজিনা নাসের পানির ব্যবস্থা করে দিয়েছেন।
জানা গেছে, দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং চাল, ডাল, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে দেশের সবকটি বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় শনিবার সিলেটে হচ্ছে গণসমাবেশ
সিলেটের গণসমাবেশে অতীতের সব রেকর্ড ভাঙতে চায় বিএনপি।
বিভাগের সব জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সমাবেশে উপস্থিত করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
ধর্মঘটসহ অন্যান্য প্রতিবন্ধকতার কথা মাথায় রেখেই নেতাকর্মীদের সমাবেশে আনার জন্য বিকল্প যানের ব্যবস্থা এবং তাদের রাতযাপনের জন্য নগরীর কমিউনিটি সেন্টার ও প্রবাসীদের বাড়িসহ নানামুখী পদক্ষেপ নিয়েছেন দলটির নেতাকর্মীরা।
আরও পড়ুন: সিলেটে বিএনপির সমাবেশের দিন পরিবহন ধর্মঘটের ডাক
সিলেটে বিএনপির সমাবেশের দিন বাস ধর্মঘট
৮৫২ দিন আগে