নিহত ৫
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকসহ নিহত ৫
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
শনিবার (৭ ডিসেম্বর) ঢাকা-কচুয়া সড়কের দাউদকান্দি উপজেলার শায়েস্তানগর এলাকায় বাসের ধাক্কায় ট্রাক্টর উল্টে দুই শ্রমিক মারা যান।
এছাড়া একই দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী মারা যান।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত
এদিকে আহত যাত্রী ও চালকদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দুপুরের দিকে আরও দুজনের মৃত্যু হয়। তারা হলেন– জিয়ানা আক্তার ও জাহানারা বেগম। এই দুর্ঘটনায় নিহতরা সবাই বাসরা গ্রামের বাসিন্দা।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৌশিক আহমেদ বলেন, সকাল ৭টার দিকে শায়েস্তানগরের কাছে আরাফা পরিবহনের একটি বাসের ধাক্কায় ট্রাক্টর উল্টে দুই শ্রমিক মারা যান।
নিহতরা হলেন- উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী।
অন্যদিকে দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকায় অনির্বাণ পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী ডলি আক্তার মারা যান।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. হেলাল বলেন, লাশগুলোর সুরতহাল রিপোর্ট করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
২ সপ্তাহ আগে
সদরঘাট টার্মিনালে লঞ্চ দুর্ঘটনায় নিহত ৫
ঈদের দিন বৃহস্পতিবার ঢাকার সদরঘাট টার্মিনালে লঞ্চের রশি ছিঁড়ে পড়ে শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক ও সদরঘাট নদীবন্দরের ইনচার্জ আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নদীবন্দরের ইনচার্জ আলমগীর কবির জানান, দুপুর ২টা ৫৪ মিনিটে ১১ নম্বর পন্টুনের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, ‘এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামে দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা ছিল। ফারহান-৪ নামের আরেকটি লঞ্চ দুটি লঞ্চের মাঝখানে ঢোকার চেষ্টা করলে এমভি তাশরিফ-৪ এর রশি ছিঁড়ে যায়।’
আলমগীর কবির জানান, ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেওয়ার পথে এক শিশু মারা যায়।
৮ মাস আগে
মাগুরা ও রাজবাড়ীতে বজ্রপাতে নিহত ৫
মাগুরা ও রাজবাড়ী জেলায় বজ্রপাতে পাঁচ কৃষক নিহত এবং আহত হয়েছেন আরও একজন। বুধবার মাগুরার শ্রীপুর উপজেলার চরচৌগাছি মাঠে বজ্রপাতে তিন কৃষক নিহত ও অপর একজন আহত হন।
নিহতরা হলেন-নিজাম শেখ (৬০), মোহাম্মদ আলী বিশ্বাস (৫০) ও শাহাদাত আলী (৬০) এবং আহত নজরুল।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় নিহত ৩
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) লিটন কুমার দাস জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ঝড়ের সময় কৃষকরা পাশের গাছের নিচে আশ্রয় নিলে বজ্রপাতে ঘটনাস্থলেই শাহাদাত মারা যায়।
তিনি আরও জানান, স্থানীয়রা নিজাম ও মোহাম্মদকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এছাড়া নজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানান ওসি।
তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে, রাজবাড়ীতে বজ্রপাতে বিকালে আরও দুই কৃষকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন-কালুখালী উপজেলার মাদাপুর ইউনিয়নের কুমোদ সিং (৪৫) ও বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিল পাকুরিয়া গ্রামের ইমদাদুল জোয়াদ্দার (২৮)।
স্থানীয়রা জানায়, বিকাল ৪টার দিকে ইমদাদুল তার লিচু বাগান দেখতে বাসা থেকে বের হলে বজ্রপাত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বজ্রপাতের বিপদ সম্পর্কে মানুষকে সচেতন করতে আমরা কাজ করছি।
আরও পড়ুন: রায়পুরায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু, আহত ১
১৩ মাসে বজ্রপাতে ৩৪০ জনের মৃত্যু: এসএসটিএফ
১ বছর আগে