আম কুড়াতে
ময়মনসিংহে আম কুড়াতে গিয়ে ২ শিশুর মৃত্যু
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ মে) বিকাল পৌনে ৪টার দিকে মুক্তাগাছা পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের পাড়াটুঙ্গি মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে ঝগড়ার মাঝে পড়ে জীবন দিল ৩ মাসের শিশু
নিহত শিশুরা হলো-ওই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে জেরিন আক্তার (৬) এবং প্রতিবেশী আমিরুল ইসলামের মেয়ে চাঁন মনি (৪)।
তারা সর্ম্পকে চাচাতো ও জেঠাতো বোন হয়।
মুক্তাগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হলে নিহত শিশু জেরিন ও চাঁন মনি বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিল। এ সময় তাদের মাথায় আম গাছের ডাল ভেঙে পড়লে ঘটনাস্থলেই জেরিন মারা যায়।
পরে মারাত্মক আহত অবস্থায় চাঁন মনিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর রহমান বলেন, ঝড়ে দুই শিশু নিহত হওয়ার খবরটি শুনেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আর্থিক সহযোগিতা করা হবে।
আরও পড়ুন: ময়মনসিংহে বন্য হাতির আক্রমণে গ্রাম্য চিকিৎসকের মৃত্যু
ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
১ বছর আগে