২ শিশুর মৃত্যু
বগুড়ায় বিলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
বগুড়ার গাবতলীতে বিলের পানিতে ডুবে নেশা (১০) ও প্রত্যাশা (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে ডাঙ্গার বিলে গোসল করতে গেলে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: মীরসরাইয়ে ঝরনার কূপে ডুবে দুই পর্যটকের মৃত্যু
নেশা কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামের প্রতিবন্ধী মামুন মিয়ার মেয়ে এবং প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
অপরজন প্রত্যাশা আব্দুল্লাহেল কাফী পল্টুর মেয়ে এবং প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে ডাঙ্গার বিলে গোসল করতে গেলে সাঁতার না জানায় ডুবে যায় প্রত্যাশা ও নিশা। পরে তাদের লাশ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে।
গাবতলী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মেহেরপুরে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
১ মাস আগে
গোবিন্দগঞ্জে করতোয়ায় নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আবু বক্কর ও হোসাইন মিয়া নামে সাত বছর বয়সি দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
মৃত আবু বক্কর ওই গ্রামের বুলু মিয়ার ছেলে এবং হোসাইন ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের করতোয়া নদীর বন্যার পানিতে গোসল করতে নেমে আবু বক্কর ও হোসাইন নিখোঁজ হয়। পরে স্বজনরা পানিতে খোঁজাখুঁজি করে লাশ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, সুরতহাল শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: পিরোজপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
১ মাস আগে
নওগাঁয় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নওগাঁয় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে হুজায়ফা (৩) ও মাইশা আক্তার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউপির উত্তর ভীমপুর গ্রামের বাড়ির পাশের একটি পুকুরে পরে মাইশার মৃত্যু হয়।
অপরদিকে শনিবার মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর পারইল দিঘিপাড়া এলাকায় একটি দিঘির পানিতে পরে হুজায়ফার মৃত্যু হয়।
আরও পড়ুন: পাবনায় নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
হুজায়ফা ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং মাইশা আক্তার ওই একই গ্রামের ট্রাক ডাইভার মোহাম্মদ আলীর মেয়ে।
হুজায়ফার বাবা সাইফুল ইসলাম বলেন, হুজায়ফা দিঘির পাড়ে ফারজানা নামের এক শিশুর সঙ্গে খেলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে হুজায়ফা দিঘির পানিতে পাড়ে যায়। পরে হুজায়ফাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান মুঠোফোনে বলেন, ঘটনাটি আমি জেনেছি। পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
মাইশার মৃত্যুর বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মাইশার দাদি অসুস্থ অনুভব করায় রাত ৯টার সময় গ্রাম ডাক্তারের বাসায় ওষুধ নিতে যান। মাইশাও তার দাদির পেছনে পেছনে যায়। তার দাদি বুঝতে না পারাই সে নিজ বাসায় চলে আসেন। বাসাতে শিশুটি না থাকায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে নওহাটা পুলিশ ফাঁড়িকে জানায়। ফাঁড়ি পুলিশ রাত ১১টার সময় নিহত শিশুর বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
মাইশা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বিলের পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু
১ মাস আগে
ময়মনসিংহে আম কুড়াতে গিয়ে ২ শিশুর মৃত্যু
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ মে) বিকাল পৌনে ৪টার দিকে মুক্তাগাছা পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের পাড়াটুঙ্গি মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে ঝগড়ার মাঝে পড়ে জীবন দিল ৩ মাসের শিশু
নিহত শিশুরা হলো-ওই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে জেরিন আক্তার (৬) এবং প্রতিবেশী আমিরুল ইসলামের মেয়ে চাঁন মনি (৪)।
তারা সর্ম্পকে চাচাতো ও জেঠাতো বোন হয়।
মুক্তাগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হলে নিহত শিশু জেরিন ও চাঁন মনি বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিল। এ সময় তাদের মাথায় আম গাছের ডাল ভেঙে পড়লে ঘটনাস্থলেই জেরিন মারা যায়।
পরে মারাত্মক আহত অবস্থায় চাঁন মনিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর রহমান বলেন, ঝড়ে দুই শিশু নিহত হওয়ার খবরটি শুনেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আর্থিক সহযোগিতা করা হবে।
আরও পড়ুন: ময়মনসিংহে বন্য হাতির আক্রমণে গ্রাম্য চিকিৎসকের মৃত্যু
ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
১ বছর আগে