খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি)
ঘূর্ণিঝড় মোখা: খুবি ও খুকৃবিতে রবিবার সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের আলোকে বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবজনিত কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব ডিসিপ্লিনের পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রম রবিবার (১৪ মে) বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে অফিস যথারীতি চালু থাকবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে রবিবার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নির্দেশে রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ারের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি চালু থাকবে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: ছয় শিক্ষাবোর্ডের ১৪ ও ১৫ মে’র এসএসসি পরীক্ষা স্থগিত
ঘূর্ণিঝড় মোখা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোর রবিবারের পরীক্ষা স্থগিত
১ বছর আগে