১৫ শতাংশ
কালো টাকা সাদা করার সুবিধা বাতিল করল সরকার
১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (২ সেপ্টেম্বর) এনবিআর এ সংক্রান্ত একটি এসআরও (বিধি-বিধান) জারি করেছে।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার গত বাজেটে ১৫ শতাংশ কর দিয়ে নগদসহ জমি, ফ্ল্যাট ও প্লটসহ স্থাবর সম্পদ কিনে কালো টাকা সাদা করার সুযোগ দেয়।
গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে এই সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: সালমান, আকবর সোবহানসহ ৫ ব্যবসায়ীর হিসাব তলব করেছে এনবিআর
এরই ধারাবাহিকতায় কালো টাকা সাদা করার সুযোগ আনুষ্ঠানিকভাবে বাতিল করে এনবিআর।
চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরের জন্য বিগত সরকার এই সুযোগ দিয়েছিল। ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ১৫ শতাংশ কর দিয়ে সাদা করার সুযোগ ছিল।
গত ২৫ আগস্ট অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্পষ্টভাবে জানিয়ে দেন, সরকার আর কাউকে কালো টাকা বানাতে দেবে না।
রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমাদের সিদ্ধান্ত পরিষ্কার, আর কালো টাকা তৈরির কোনো সুযোগ থাকবে না।’
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান কালো টাকা সাদা করার পদ্ধতির কঠোর সমালোচনা করে বলেছেন, এটি একটি অশালীন কাজ এবং ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।
প্রায় সব সরকারই দেশে কালো টাকাকে বৈধতা দেওয়ার অনুমতি দিলেও তাতে সাড়া মেলেনি।
এনবিআর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত প্রায় ৪৭ হাজার কোটি টাকা বৈধ হয়েছে।
তবে বিএনপি সরকারের ১৯৯১-৯৬ মেয়াদে কালো টাকা সাদা করার কোনো সুযোগ ছিল না।
সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে দেশ থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হলেও কেউ এ সুযোগ নেয়নি। এর এক বছর পর কালো টাকা সাদা করার আরেকটি সুযোগ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: এনবিআর পরিদর্শনে গিয়ে কাজের গুরুত্ব তুলে ধরলেন অর্থ উপদেষ্টা
বড় কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জোরদার করছে এনবিআর
২ মাস আগে
বাজেট ২০২৪-২৫: ১৫ শতাংশ কর দিয়ে বৈধ করা যাবে অপ্রদর্শিত স্থাবর সম্পদ
কোম্পানি ও ফার্মসহ বাংলাদেশের করদাতারা এখন আয়ের উৎস সম্পর্কে কোনো প্রশ্নের মুখোমুখি না হয়ে স্থাবর সম্পত্তির উপর ১৫ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত সম্পদকে বৈধ করতে পারবেন।
২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রযোজ্য নতুন বিধানটি ব্যক্তি এবং সংস্থাগুলোকে যাচাই-বাছাই ছাড়াই পূর্বে অপ্রদর্শিত সম্পদ ঘোষণার মাধ্যমে বৈধ করার অনুমতি দেয়। বিশেষত, কোনো করদাতা যদি নগদ, ব্যাংক আমানত, আর্থিক সিকিউরিটিজ বা অন্যান্য ধরনের সম্পদের উপর ১৫ শতাংশ কর দেন, তাহলে কোনো কর্তৃপক্ষ প্রশ্ন তুলবে না।
আরও পড়ুন: জাতীয় বাজেট ২০২৪-২৫ অর্থবছর: জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬.৭৫ শতাংশ
তাদের সম্পদ বৈধ বা সাদা করতে করদাতাদের অবশ্যই জমি, বিল্ডিং, ফ্ল্যাট বা বাণিজ্যিক স্থানের মতো সম্পত্তিগুলোতে নির্দিষ্ট পরিমাণ কর দিতে হবে।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ডাটা ভেরিফিকেশন সিস্টেম চালুর ফলে বিভিন্ন কোম্পানির অপ্রদর্শিত আয় ও সম্পদ প্রকাশে আইনি জটিলতা তৈরি হয়েছে।
রিটার্ন দাখিলের ক্ষেত্রে করদাতাদের অজ্ঞতাসহ ‘অনিবার্য পরিস্থিতির’ সম্পদ প্রকাশের ক্ষেত্রে ‘ত্রুটি’ হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: বাজেট ২০২৪-২৫: স্বাস্থ্য খাতে বরাদ্দ ৪১ হাজার ৪০৭ কোটি টাকা
২০২৪-২৫ অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ ৩০ হাজার ৩১৭ কোটি টাকা
৫ মাস আগে
নভোএয়ারের সব রুটের টিকিটে ১৫ শতাংশ মূল্যছাড়
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সব রুটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড় ঘোষণা দিয়েছে।
পাশাপাশি কক্সবাজার রুটের যাওয়া-আসার টিকিট কিনলে সংস্থাটি দেবে দুই রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা। এছাড়াও স্মাইলস সদস্যদের জন্যও রয়েছে আকর্ষণীয় অফার।
অফারগুলো উপভোগ করতে ঢাকা ট্রাভেল মার্ট-২০২৩ এর নভোএয়ারের প্যাভিলিয়ন থেকে টিকিট ক্রয় করতে হবে।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আগামী ১৮ থেকে ২০ মে পর্যন্ত এই পর্যটন মেলা অনুষ্ঠিত হবে।
কক্সবাজারে দুই রাতের হোটেল ফ্রি অফারটি উপভোগ করতে নভোএয়ারের কক্সবাজার রুটে দুই জনের জন্য যাওয়া-আসার টিকিট ক্রয় করতে হবে এবং ২৫ জুনের মধ্যে ভ্রমণ করতে হবে।
আরও পড়ুন: কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালু হচ্ছে বৃহস্পতিবার
ভ্রমণ পিপাসুদের এ সুবিধা দিতে কক্সবাজারের ৯টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে নভোএয়ার।
হোটেলগুলোর মধ্যে রয়েছে- সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, লং বিচ হোটেল, হোটেল দি কক্স টুডে, সী-গাল হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, হোটেল সী প্যালেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল কল্লোল। এছাড়াও অন্যান্য হোটেলের সঙ্গেও নভোএয়ারের ভ্রমণ প্যাকেজ রয়েছে।
এদিকে নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’ মেম্বাররা মেলায় এসে টিকিট ক্রয় করলে মূল্যছাড় ছাড়াও ওয়ানওয়ে টিকিট কিনলে ১০০ বোনাস মাইলেজ ও ব্যাগেজে অতিরিক্ত পাঁচ কেজি ফ্রি সুবিধা পাবেন।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর, সিলেট, রাজশাহী এবং আন্তর্জাতিক গন্তব্য কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
নভোএয়ার এর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন-১৩৬০৩ অথবা
ভিজিট করুন flynovoair.com
আরও পড়ুন: নভোএয়ারের বরিশাল রুটে ফ্লাইট শুরু ১ মার্চ
নভোএয়ারের যশোর-কক্সবাজার রুটে ফ্লাইট চালু
১ বছর আগে