পৃথক অভিযান
সিলেটে পৃথক অভিযানে ৬৯ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৬
সিলেট পৃথক অভিযানে ৬৯ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় চিনি চোরাচালানকালে জব্দ করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরসঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার এবং ৩টি ট্রাক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সামন থেকে ৪০০ বস্তা চিনি জব্দসহ চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।েএ ঘটনায় গ্রেপ্তার দুইজন হলেন- মো. মশিয়ার ঢালী ও মো.আব্দুল আলীম।
দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে মোগলাবাজার থানাধীন প্যারাইরচক পয়েন্ট থেকে চোরাচালানকালে ৪৫ লাখ ৩০ হাজার টাকার চিনি জব্দসহ চোরাই কাজে ব্যবহৃত দুইটি ট্রাকও জব্দ করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন, আবু বক্কর, মো. শরীফ আহমদ, মো. রকি ইসলাম প্রকাশ লালন মিয়া ও মো. ইমামুল ইসলাম।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ৬১ বস্তা ভারতীয় চিনি জব্দ, ৩ যুবক আটক
সিলেটে ২৭৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২
৩৩৮ দিন আগে
পটুয়াখালীতে কোস্টগার্ডের পৃথক অভিযানে আটক ১০
এসময় আটকদের কাছ থেকে ২৩ ড্রামভর্তি আনুমানিক ১৫ লাখ পিস বাগদা চিংড়ি রেণু পোনা এবং সাতটি বেহুন্দী জাল জব্দ করা হয়। এসময় মোট ১০ জনকে আটক করা হয়।
আরও পড়ুন: কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ
জব্দকৃত রেনু পোনার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।
জানা যায়, পটুয়াখালীর কলাপাড়ার অমিথপুর এলাকায় কোস্টগার্ড নিজামপুর বিসিজি কন্টিনজেন্ট কমান্ডার এম আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে পাচারকালে একটি ট্রাক থেকে ২৩ ড্রামভর্তি আনুমানিক ১৫ লাখ পিস বাগদা চিংড়ি রেণুপোনা জব্দ করা হয়। এসময় ট্রাকসহ দুজন চালককে আটক করা হয়।
পরবর্তীতে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে জব্দকৃত চিংড়ি রেণুপোনা দুপুরে কলাপাড়ার সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়।
এছাড়া, আটক ট্রাক চালকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অপরদিকে, কোস্টগার্ড পটুয়াখালী মহিপুর থানার আন্দারমানিক নদীর মোহনায় আরেকটি বিশেষ অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে সাতটি বেহুন্দী জাল ও একটি বোটসহ আট জেলেকে আটক করা হয়।
জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও আটক জেলেদের মুচলেকা নিয়ে বোটটি ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: জেলেদের ফিরিয়ে আনতে ভোলায় কোস্টগার্ডের প্রচারণা
৯৯৯-এ ফোন: ঝড়ে চরে আটকে পড়া ২২ শিক্ষার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
৬৭০ দিন আগে