ঝাড়খণ্ড হাইকোর্ট
রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলায় রায় ঝাড়খণ্ড হাইকোর্টে বহাল
ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলায় রায় মঙ্গলবার বহাল রেখেছেন দেশটির ঝাড়খণ্ড হাইকোর্ট।
বিচারপতি অম্বুজনাথের আদালতে যুক্তিতর্ক শেষে উভয়পক্ষকে আলোচনার সারসংক্ষেপ দাখিলের নির্দেশও দিয়েছেন আদালত।
ভারতীয় গণমাধ্যম এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৮ সালে ঝাড়খন্ডের চাইবাসায় কংগ্রেসের এক সমাবেশে বিজেপি নেতা অমিত শাহের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মানহানির মামলা করেন স্থানীয় এক বিজেপি নেতা।
আরও পড়ুন: এবার কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবেন রাহুল গান্ধী
২০১৮ সালে কংগ্রেসের এক সভায় রাহুল গান্ধী বলেছিলেন, ‘একজন খুনের আসামি কেবল বিজেপিতেই দলের সভাপতি হতে পারেন। কংগ্রেসে এটা সম্ভব নয়।’
নিম্ন আদালত এই বিষয়ে রাহুল গান্ধীকে নোটিশ জারি করেছিলেন। নিম্ন আদালতের জারি করা নোটিশ বাতিল করার জন্য হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল।
রাহুল গান্ধীর পক্ষে আইনজীবী পীযূষ চিত্রেশ ও দীপঙ্কর রাই মামলাটি উপস্থাপন করেন।
১২ মে আদালত 'জোরপূর্বক ব্যবস্থা না নেওয়ার' আদেশের মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল।
আরও পড়ুন: রাহুল গান্ধীর জামিন মঞ্জুর, সাজা স্থগিত
১ বছর আগে