অবসরপ্রাপ্ত সেনা
বগুড়ায় বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত
বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় দিকে উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আলী (৬০) বগুড়া সদরের খামারকান্দি এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
আরও পড়ুন: রাজধানীর কমলাপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
এছাড়াও তিনি ট্রাস্ট ব্যাংকের বি ব্লক শাখার স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হোসাইন বলেন, ইয়াছিন সকালে মোটরসাইকেলে শাজাহানপুরের বি ব্লকে তার অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলা পরিষদের সামনে পৌঁছলে পেছন থেকে একটি অজ্ঞাত বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে বাসের ধাক্কায় পথচারী নিহত
খুলনায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
১ বছর আগে