অপটিক্যাল ফাইবার
ছয় মাসের মধ্যে দেশের ১ লাখ ৯ হাজার প্রতিষ্ঠান অপটিক্যাল ফাইবারে যুক্ত হবে: পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের এক লাখ ৯ হাজার প্রতিষ্ঠান দ্রুত গতির ইন্টারনেট অপটিক্যাল ফাইবারে যুক্ত হবে।
বুধবার দুপুরে নাটোরের সিংড়ায় রাজশাহী বিভাগীয় বিজনেস প্রসেস আউটসোসিং (বিপিও) সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: বঙ্গবাজারের পোড়া চাদর কিনলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
এসময় পলক বলেন, বিশ্বের অনেক দেশে এখন কর্মক্ষম লোকের সংখ্যা কমে যাচ্ছে। অথচ আমাদের দেশে ৭০ শতাংশ কর্মক্ষম লোক রয়েছে। এই সংখ্যাকে জনশক্তিতে রুপান্তর করতে পারলে চাকরির পেছনে ছুটতে হবে না।
তিনি বলেন, সে লক্ষ্য নিয়েই তরুণ-তরুণীরা নিজেদেরকে জনশক্তিতে রুপান্তর করে কর্মসংস্থান তৈরি করতে পারে। সেজন্য আগামী ছয় মাসের মধ্যে দেশের এক লাখ ৯ হাজার প্রতিষ্ঠানকে দ্রুত গতির ইন্টারনেট অপটিক্যাল ফাইবারে যুক্ত করা হবে।
অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঁইয়া, পুলিশ সুপার সাইফুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) সভাপতি ওয়াহেদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন সহ অন্যান্যেরা।
আরও পড়ুন: ফ্রিল্যান্সারদের সরকারিভাবে পরিচয়পত্র দেওয়া হবে: পলক
আইসিটি প্রতিমন্ত্রী পলকের সঙ্গে জেট্রোর চেয়ারম্যানের বৈঠক
১ বছর আগে