টিটু
ইসলাম বিরোধী মন্তব্য করার দায়ে হিন্দু যুবকের ১০ বছরের কারাদণ্ড
রংপুরে ইসলাম ধর্মবিরোধী মন্তব্য করার দায়ে টিটু নামে এক হিন্দু যুবককে ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন।
আরও পড়ুন: দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের ১০ বছরের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত টিটু রায় রংপুরের গঙ্গাচড়া থানার হরিকলি ঠাকুরপাড়ার মৃত খগেন্দ্রনাথ রায়ের ছেলে।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রায় ছয় বছর আগে ফেসবুকে ইসলাম ধর্ম ও নবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের মামলায় রংপুরের একটি আদালত টিটু রায়কে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, নারায়ণগঞ্জে কর্মরত থাকাকালীন ২৮ অক্টোবর ২০১৭ তারিখে টিপু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম বিরোধী মন্তব্যের পোস্টটি আপলোড করেন। একই বছরের ১০ নভেম্বর রংপুরের শ্লেয়াশাহ বাজারে টিটুর শাস্তির দাবিতে স্থানীয় মুসলমানেরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঠাকুরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। পরে এ ঘটনায় রংপুর সদর ও গঙ্গাচড়া থানায় পৃথক দুটি মামলা হয়।
রায় প্রকাশে সন্তোষ প্রকাশ করে পিপি বলেন, তারা ন্যায়বিচার পেয়েছেন এবং এটি ধর্মের অবমাননার একটি দৃষ্টান্ত হবে।
অপরদিকে আসামির আইনজীবী প্রশান্ত কুমার রায় জানান, তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ায় এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
আরও পড়ুন: নাটোরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
চট্টগ্রামে জেএমবি কমান্ডার এরশাদের ২০ বছর কারাদণ্ড
১ বছর আগে