উজ্জ্বল দৃষ্টান্ত
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ দেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই একে অপরের কাঁধে-কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের দেশ।
দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
আরও পড়ুন: এবারের দুর্গাপূজায় প্রায় দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
শনিবার (১২ অক্টোবর) মহানবমী পূজা উপলক্ষে নরসিংদী শহরের সেবাসংঘ দুর্গামন্দির পরিদর্শনকালে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সারাদেশে দুর্গাপূজা সুচারুভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলে সঙ্গে সঙ্গেই যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিমা বিসর্জনের মাধ্যমে রবিবার দুর্গাপূজা সম্পন্ন হবে।
শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার লক্ষ্যে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তৌহিদ হোসেন।
এসময় তার সঙ্গে ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ন রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নরসিংদী পৌরসভার প্রশাসক মৌসুমী সরকার রাখী, সেবাসংঘ দুর্গামন্দির কমিটির সভাপতি সরোজ কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, পৌরসভা পূজা বিসর্জন কমিটির সভাপতি কাজল সাহা ও সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স প্রমুখ।
আরও পড়ুন: মানুষ কেমন বাংলাদেশ চায় তা দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে: উপদেষ্টা নাহিদ
২ মাস আগে
দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ একটি উজ্জ্বল দৃষ্টান্ত: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে দারিদ্র্য বিমোচনে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে।
তিনি বলেন, চরম দারিদ্র্য ছয় শতাংশের নিচে নামিয়ে আনায় বিশ্ব বাংলাদেশের প্রশংসা করছে। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ বিশ্বে উদাহরণ হয়ে উঠেছে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে ইউরোপীয় ইউনিয়নের দরিদ্রদের জন্য একটি প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। পিকেএসএফ প্রকল্পটি শুরু করেছে।
আরও পড়ুন: হাওরে ৯০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে: কৃষিমন্ত্রী
তিনি বলেন, কৃষি খাতে বিপুল ভর্তুকি ও সহযোগিতার কারণে দেশে ১৭ কোটি মানুষের খাদ্য উৎপাদন করা সম্ভব।
তিনি আরও বলেন, তা না হলে প্রতিবছর চাল আমদানি করে বৈদেশিক মুদ্রার রিজার্ভের সিংহভাগ ব্যয় হতো।
ইইউকে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজ্জাক বলেন, উপকূলীয়, হাওর ও চর অঞ্চলসহ ঝুঁকিপূর্ণ এলাকায় এখনো দারিদ্র্য রয়েছে। এই প্রতিকূল এলাকায় ফসল ফলানো খুব কঠিন ও ঝুঁকিপূর্ণ। সেজন্য আমরা এসব ঝুঁকিপূর্ণ এলাকায় ফসল উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছি।
তিনি বলেন, ইইউ-পিকেএসএফ প্রকল্প এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এছাড়া মন্ত্রী ইইউকে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক বাড়াতেও আহ্বান জানান।
তিনি বলেন, বিভিন্ন দাতা ও আন্তর্জাতিক সংস্থা এনজিওর সঙ্গে কাজ করার সম্ভাবনা বেশি।
তিনি আরও বলেন, দেশের সব এনজিওর স্বচ্ছতা ও জবাবদিহিতা এমন নয়।
তাই এনজিওগুলোর কাজ কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে বলেও জানান তিনি।
পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-এর ব্যবস্থাপনা পরিচালক নমিতা হালদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মো. সেলিম উল্লাহ, রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রধান চার্লস হুইটলি এবং প্রকল্প পরিচালক শরীফ আহমেদ চৌধুরী।
আরও পড়ুন: পেঁয়াজের সংকট দূর হবে, পেঁয়াজ নিয়ে রাজনীতি বন্ধ হবে: কৃষিমন্ত্রী
পেঁয়াজ আমদানির বিষয়ে ২-৩ দিনে সিদ্ধান্ত নেওয়া হবে: কৃষিমন্ত্রী
১ বছর আগে