ভারতীয় সিরিয়াল
চাঁদপুরে ‘ভারতীয় সিরিয়াল দেখে’ শিশু হত্যার অভিযোগ, কিশোর গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জের ‘ভারতীয় সিরিয়াল দেখে’ উদ্বুদ্ধ হয়ে মুক্তিপণ আদায়ের জন্য শিশুকে হত্যার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ মে) দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
নিহত আদিল মোহাম্মদ সোহান (৮) পৌর এলাকার রুদ্রগাঁও তালুকদার বাড়ির আনোয়ার হোসেনের ছেলে। গ্রেপ্তার আবদুল আহাদ (১৭) একই এলাকার শরীফ তালুকদারের ছেলে। সে এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় আ.লীগ নেতা এনামুল হক হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার
পুলিশ সুপার বলেন, আদিল গত ১৫ মে সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে যায়। মসজিদ থেকে বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে পরদিন ১৬ মে ফরিদগঞ্জ থানায় একটি জিডি করেন তার বাবা। ১৯ মে সকালে প্রতিবেশি আবদুল মতিন জমি থেকে আদিলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শিশুটির বাবা আনোয়ার হোসেন ফরিদগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন। এরপর পুলিশের একটি টিম মামলাটির তদন্ত শুরু করে।
পুলিশ সুপার আরও বলেন, মঙ্গলবার (২৩ মে) জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির গৃহশিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই কিশোর হত্যাকাণ্ডের কথা স্বীকার করে এবং জানায় ভারতীয় সিরিয়াল সিআইডি দেখে সে মুক্তিপণ আদায়ের জন্য আদিলকে অপহরণ করে এবং পরে শ্বাসরোধ করে হত্যা করে। সে তার মায়ের মোবাইল ব্যবহার করে আদিলের মার কাছে মুক্তিপণ আদায়ের জন্য কল দেয়। কিন্তু আদিলের মা তার সন্তানকে খুঁজতে গিয়ে মোবাইল ফোন ঘরে রেখে যান। যে কারণে ফোন রিসিভ হয়নি। এরপর সে নিজেও শিশুটির পরিবারের সঙ্গে তাকে খোঁজাখুঁজি করে। এরপর গভীর রাতে প্রতিবেশি আবদুল মতিনের জমিতে আদিলের লাশ পুঁতে রাখে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পলাশ কান্তি নাথ, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচ এম আহসান উল্লাহসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিক।
আরও পড়ুন: বগুড়ায় আদালত চত্বর থেকে পালানো সেই আসামি গ্রেপ্তার
ঢাকায় ৮ বছর পলাতক যুদ্ধাপরাধী গ্রেপ্তার: র্যাব
১ বছর আগে